X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ছয় মানব পাচারকারীর বিরুদ্ধে দুই মামলা

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
০৯ জুলাই ২০১৯, ০৩:১৪আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৩:২০

মৌলভীবাজার ছয় মানব পাচারকারীর বিরুদ্ধে মৌলভীবাজারের বড়লেখা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জুয়েল আহমদের বাবা মো. জামাল উদ্দিন ও নিহত ফাহাদ আহমদের মা আয়েশা আক্তার মামলা দুটি করেছেন।

রবিবার (৭ জুলাই) বড়লেখা থানা পুলিশ জামাল উদ্দিনের মামলাটি রেকর্ডভুক্ত করে। আর আয়েশা আক্তার দেড় মাস আগে তার মামলাটি দায়ের করেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে বড়লেখার এক যুবক নিহত ও অপর যুবক নিখোঁজের ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। নিহত ফাহাদ আহমদের মা আয়েশা আক্তারের মামলায় দালাল নাসির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগমকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। নিখোঁজ জুয়েলের বাবা জামাল উদ্দিনের মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

মামলার আসামিরা হলো- বড়লেখা উপজেলার বোয়ালী গ্রামের মৃত আনফর আলীর ছেলে নাসির উদ্দিন, তার স্ত্রী মনোয়ারা বেগম; বিয়ানীবাজার উপজেলার পেনগ্রামের মৃত জুয়াইদ আলীর ছেলে বদরুল হোসেন, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কাটলিপাড়া গ্রামের চমক আলীর ছেলে রফিক উদ্দিন, লিবিয়ায় অবস্থানকারী তার ছেলে পারভেজ আহমদ ও বড়লেখার ভবানীপুর গ্রামের আসাব আলীর ছেলে নুরুল হক।

মামলার এজাহারে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জুয়েলের বাবা জামাল উদ্দিন অভিযোগ করেন, দালাল নাসির উদ্দিন তার ছেলে জুয়েলকে বিমানযোগে ইতালি পাঠানোর কথা বলে বিয়ানীবাজারের দালাল বদরুল হোসেনকে বাড়িতে নিয়ে আসে। দুই ধাপে ইতালি পাঠানোর ব্যবস্থা করতে পারবে জানিয়ে ভিসা ও টিকিটসহ অন্যান্য খরচ বাবদ ৮ লাখ ২০ হাজার টাকা তারা নির্ধারণ করে। লিবিয়া পৌঁছার পর ৫ লাখ এবং ইতালি পৌঁছার পর ৩ লাখ ২০ হাজার টাকা নেওয়ার কথা হয়। কিন্তু আদম বেপারি চক্র তার ছেলে জুয়েলকে লিবিয়ায় জিম্মি করে ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। লিবিয়া থেকে ইতালিতে বিমানযোগে না পাঠিয়ে অবৈধপথে নৌকাযোগে পাঠাতে গিয়ে ১০ মে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বিভিন্ন দেশের শতাধিক মানুষ মারা যায়। এরমধ্যে ৩৭ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়। কিন্তু, জুয়েলের সন্ধান মেলেনি। এরপর থেকে নিখোঁজ জুয়েলের খবর জানতে দালাল নাসির ও বদরুলের সঙ্গে যোগাযোগ করলে তারা জুয়েল ভালো আছে বলে জানায়। ছেলেকে দেশে এনে দেওয়ার কথা বললে বাংলাদেশে ও লিবিয়ায় অবস্থানরত দালালরা বিভিন্নভাবে হুমকি দেয়।

এদিকে ইতালি পাঠানোর নামে ৮ লাখ টাকার চুক্তিতে ১৪ লাখ টাকা নিয়েও দালালরা ইতালি পাঠায়নি বড়লেখার ফাহাদ আহমদকে। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ফাহাদের মৃত্যুর ঘটনায় তার মা আয়েশা আক্তার দালাল নাসির উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগমের নাম উল্লেখ ও আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মানবপাচার ও মানিলন্ডারিং আইনে থানায় মামলা করেছেন। এ মামলায় পুলিশ নাসিরের স্ত্রী মনোয়ারা বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া