X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিজয়নগরে শ্বশুরবাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ২২:৩৪আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:৫৬

 

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরবাড়ি থেকে রমজান সরকার (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গিলামোড়া গ্রামের শ্বশুর রহমান মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রমজান সরকার পাহাড়পুর ইউনিয়নের গিলামোড়া গ্রামের মিয়া চাঁনের ছেলে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের অভিযোগ, রমজানকে হত্যা করে তার মুখে বিষ ঢেলে লাশ বাথরুমে ফেলে রাখা হয়েছে।

রমজান সরকারের বড় ভাই মিজানুর রহমান বলেন, ‘দেড় বছর আগে রমজানের সঙ্গে একই গ্রামের রহমান মিয়ার কন্যা তারিয়া জান্নাতের বিয়ে হয়। বিয়ের সময় জান্নাত নবম শ্রেণির ছাত্রী ছিল। চলতি বছর সে এসএসসি পাস করে। বর্তমানে জান্নাত একাদশ শ্রেণিতে ভর্তি হতে চায়। তবে এতে রাজি ছিল না রমজান। এ নিয়ে জান্নাত ও শ্বশুরবাড়ির সঙ্গে রমজানের মনোমালিন্য চলছিল। সোমবার রাতে রমজান শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরে প্রবেশে বাধা দেওয়া হয়। বিষয়টি রমজান স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মোবাইল ফোনে অবহিত করেন। মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ির বাথরুমে রমজানের লাশ পাওয়া যায়।’

এ ব্যাপারে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘রমজান সোমবার রাত ১১টা ৫২ মিনিটে আমার কাছে ফোন করেছে। বউসহ শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল বলে জানিয়েছিল। মঙ্গলবার সকালে বিষয়টি দেখবো বলে রমজানকে জানিয়েছিলাম। কিন্তু মঙ্গলবার সকালে শুনতে পাই শ্বশুরবাড়ির বাথরুম থেকে রমজানের লাশ উদ্ধার করা হয়েছে।’

এ ব্যাপারে রমজানের শাশুড়ি আনোয়ারা বেগম বলেন, ‘সোমবার রাতে রমজান আমাদের বাড়িতে আসে। এ সময় জান্নাতের বাবা চেয়ারম্যানের কাছে ফোন করার কারণ জানতে চায় রমজানের কাছে। এতে রমজান রাগ করে বাড়ি থেকে চলে যায়। মঙ্গলবার সকালে আমার বাড়ির বাথরুমে রমজানের লাশ পাওয়া যায়।’
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি মো. ফয়জুল আজিম বলেন, ‘আমরা রমজানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট আসার আগে বলা যাচ্ছে না।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে