X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ভাঙছে যমুনার পাড়, রক্ষায় নেই জোরালো পদক্ষেপ

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১৭:৪৯আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৮:১০

ভিটেমাটি ভেঙে যমুনায় বিলীন হয়ে যাচ্ছে বর্ষার শুরুতে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা বানের জলে ভাসিয়ে নিয়ে যায় যমুনার দু’পাড়ের বসতবাড়ি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গত দু’সপ্তাহ ধরে যমুনা পড়ের অসংখ্য ঘরবাড়ি আর ভিটেমাটি বিলিন হয়ে গেছে নদীগর্ভে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, গাবসারা ও অর্জুনা ইউনিয়নের শতাধিক ছোট বড় পাঁকা ও আধাপাঁকা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীতে হারিয়ে গেছে তিনটি প্রাইমারি স্কুল ও তিনশ বছরের কালীমন্দির। ভাঙনের কবলে পড়েছে শতাধিক পরিবার।

জানা যায়, উপজেলার গোবিন্দাসী থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় ১৮টি বালুর ঘাট তৈরি করেছে ক্ষমতাশীন বালু ব্যবসায়ীরা। অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন তারা। শতশত ট্রাক বালু কোনও রাজস্ব ছাড়াই দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হচ্ছে। ভাঙনকবলিত মানুষের দাবি অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে প্রতিবছর নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। যা ভাঙনের জন্য দায়ী।

ভিটেমাটি ভেঙে যমুনায় বিলীন হয়ে যাচ্ছে ভূঞাপুরের ছয়টি ইউনিয়নের চারটি ইউনিয়নই যমুনা ঘেরা। ২০১১ সালে গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ীসহ কয়েকটি গ্রামে তীব্র ভাঙন শুরু হয়। এসব গ্রাম এবারও ভাঙনের কবলে পড়েছে বলে সরেজমিনে দেখা যায়। উপজেলার চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ ভাঙন আতঙ্কে রয়েছেন।

গত কয়েক বছরে যমুনার ভাঙনে বেশ কয়েকটি গ্রাম মানচিত্র থেকে হারিয়ে গেছে। ভেঙে গেছে গোবিন্দাসী হতে বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধ। এছাড়া প্রতিবছরই নতুন নতুন এলাকায় আঘাত হানছে প্রমত্ত যমুনা। এতে গৃহহীন হচ্ছে শতশত পরিবার। ভাঙন ক্রমশ পূর্বদিকে ধাবিত হচ্ছে। মূল নদীতে জেগে উঠছে বিশাল বিশাল চর।

ভিটেমাটি ভেঙে যমুনায় বিলীন হয়ে যাচ্ছে ভূঞাপুরের খানুরবাড়ী গ্রামের আল মামুন জানান, ৩০ বছরের বেশি সময় ধরে এখানে বাস করছেন তিনি। গত বছর বাড়ির কিছুটা অংশ ভেঙে গেছে। এ বছরও বাড়ির অর্ধেক যমুনায় বিলীন হয়ে গেছে।

ভাঙনকবলিত কয়েকজন জানান, সম্প্রতি যমুনার ভাঙনে খানুরবাড়ি, কষ্টাপাড়া ও ভালকুটিয়া গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও খনন না করায় অন্য যেকোনও সময়ের তুলনায় ভাঙন এবার ভয়াবহ রূপ নিচ্ছে।’ তাদের অভিযোগ, ভাঙনরোধে জোরালো কোনও পদক্ষেপ না নিয়ে কিছু জিওব্যাগ ফেলা হয়। এ বছর বালুর পরিবর্তে মাটি ও ঘাস ভরে জিওব্যাগ ফেলা হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড এক কিলোমিটার ভাঙন এলাকার মধ্যে মাত্র ৭৫ মিটার এলাকায় ৫০ লাখ টাকা খরচ করে জিওব্যাগ ফেলে। তাও আবার এগুলো নিম্নমানের। বালুর পরিবর্তে মাটি ও ঘাস ভর্তি করা হয়েছে এসব ব্যাগে। একটি চর থেকে মাটি কেটে ব্যাগগুলো ভর্তি করা হয়।

ভাঙনকবলিত এলাকা নদী ভাঙন রোধে স্থানীয়রা একাধিকবার মানববন্ধন ও স্বারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে তাতে কোনও ফল হয়নি। কার্যকর কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মফিদুল ইসলাম মজনু বলেন, ‘সঠিক জিওব্যাগে বালু ভর্তি করে ভাঙন এলাকায় ফেলানো হচ্ছে। কিছু কিছু জিওব্যাগে একটু সমস্যা ছিল, সেগুলো পরিবর্তন করা হয়েছে।’

জিওব্যাগ দিয়ে অস্থায়ী প্রতিরোধ না করে স্থায়ীভাবে নদীভাঙন রোধে সরকারের প্রতি জোর দাবি জানান ভাঙনকবলিত এলাকার মানুষ।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি