X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চাঁদপুরে মেঘনায় ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বাঁধ

ইব্রাহিম রনি, চাঁদপুর
১২ জুলাই ২০১৯, ১১:১৪আপডেট : ১২ জুলাই ২০১৯, ১১:২৫

হাইমচরের চরভৈরবী এলাকায় মেঘনায় ভাঙন শুরু হয়েছে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনায় ভাঙন শুরু হয়েছে। নদীতে পানির চাপ বাড়ায় আমতলী এলাকার মেঘনার বাঁধে দেখা দিয়েছে এ ভাঙন। এতে করে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে  মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠানসহ নদীর পাড় সংলগ্ন বসত ভিটা। সেইসঙ্গে সরকারের ৩শ’ কোটি টাকার স্থায়ী প্রকল্প নদী রক্ষাবাঁধ রয়েছে হুমকির মুখে।

ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাস্টার জানান, ‘গত কয়েকদিন ধরে হঠাৎ করে আমার এলাকায় মেঘনায় ভাঙন দেখা দিয়েছে। এতে করে সরকারের স্থায়ী প্রকল্প নদী রক্ষাবাঁধ হুমকির মুখে রয়েছে। ভাঙনের কারণে স্থানীয় মসজিদ নদীগর্ভে বিলীন হতে চলেছে। আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনওকে বিষয়টি জানিয়েছি। উপজেলা চেয়ারম্যান তাৎক্ষণিক বালুভর্তি জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করে মসজিদটি রক্ষা করেন।’ হাইমচরের চরভৈরবী এলাকায় মেঘনায় ভাঙন শুরু হয়েছে

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান বলেন, ‘২০০৯ অর্থ বছর থেকে এ পর্যন্ত চাঁদপুর সদরের ছয় কিলোমিটার এবং হাইমচরের সাড়ে ১০ কিলোমিটার নদী এলাকায় বাঁধ সংরক্ষণে ২৪৫ কোটির কাজ সম্পাদন করা হয়েছে। এর মধ্যে হাইমচরের চরভৈরবী এলাকার আমতলীসহ হাইমচরের বিভিন্ন স্থানে দুই হাজার ৭শ’ মিটার বাঁধ এলাকায় গত দুই বছর ধরে বিভিন্ন স্থানে ঝুঁকি দেখা দিয়েছে। এখানে যে মেনটেইনেন্সের প্রয়োজন ছিল, তার বরাদ্দ আমরা পাইনি। হঠাৎ করেই গত কয়েক দিন ধরে পানির চাপ বাড়ায় আমতলী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে এখানের ১৫৮ মিটার এলাকা ভেঙে গেছে।’ তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর ওই এলাকায় যাওয়ার কথা। তবে তিনি সেখানে গিয়েছেন কিনা তা জানা যায়নি।

এই কর্মকর্তা বলেন, ‘বাঁধ রক্ষণাবেক্ষণে একটি প্রকল্প পাঠিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনও জিও ব্যাগ ফেলা হচ্ছে না। তবে স্থানীয় উপজেলা চেয়ারম্যান নিজ উদ্যোগে ওই এলাকায় জিও ব্যাগ ফেলছেন। তিনি যে পরিমাণ জিও ব্যাগ ফেলছেন পরবর্তীতে সেগুলোর হিসাব আমাদের দেবেন।’ ভাঙন ঠেকাতে জরুরিভিত্তিতে ফেলা হচ্ছে জিও ব্যাগ

হাইমচর উপজেলা পরিষদ চেয়ারমান নূর হোসেন পাটওযারী বলেন, ‘নদী ভাঙনের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ভাঙন কবলিত এলাকায় যাই। বিভিন্ন স্থাপনা ভাঙন ঠেকাতে তৎক্ষণাৎ ভাঙন ঠেকাতে অন্য একটি প্রকল্পের জিও ব্যাগ এখানে ফেলা শুরু করেছি।’

হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসী বেগম জানান, ‘ভাঙনকৃত এলাকাটি আমি পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অতি দ্রুত প্রদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি।’

আরও পড়ুন- 

গাইবান্ধায় নিম্নাঞ্চল প্লাবিত, নদীভাঙনে শত শত পরিবার গৃহহীন

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ৫টি উপজেলা প্লাবিত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়