X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে উগ্রবাদী বইসহ তিন জেএমবি সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ১৯:৩৮আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৯:৪৬

গ্রেফতার হওয়া তিন জেএমবি সদস্য (ছবি– প্রতিনিধি)

চট্টগ্রাম বন্দর থানার হালিশহর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় জেএমবির এই তিন সক্রিয় সদস্যের কাছে থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার তিনজন হলো– মো. আশফাক-উর-রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিক (২৬), মো. রনি আহম্মেদ ওরফে রনি (৩১) ও মো. রিপন মন্ডল ওরফে রিপন (৩০)। অয়ন ওরফে আরিফ ওরফে অনিকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তম এলাকায়, রনির বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জের রুদ্রপুর এলাকায় এবং রিপনের বাড়ি রাজবাড়ীর পাংশার কৃষ্টপুর এলাকায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপনে খবর পেয়ে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এই তিনজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় সন্ত্রাসবিরোধী (জঙ্গি) আইনে দুইটি মামলা আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‌্যাবের কাছে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ, ২০১৪ সালের দিকে জঙ্গিবাদে জড়ায় অয়ন ওরফে আরিফ ওরফে অনিক এবং ২০১৫ সালে সাংগঠনিক দায়িত্ব পায়। আর ২০১৬ সালের শুরুর দিকে রনি ও রিপন জেএমবিতে যোগদান করে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি