X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শাবির ‘টিম অলিকের’ নাসা যাওয়া অনিশ্চিত!

শাবি প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ১৬:০১আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৬:২৫

শাবি`র টিম অলিক মার্কিন দূতাবাস থেকে ভিসা না পাওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘টিম অলিক’-এর যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা’য় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সাক্ষাৎকার দিতে গেলে ভিসা বাতিল করা হয় বলে জানিয়েছেন টিম অলিকের দলপতি আবু সাবিক মেহেদী। টিম অলিকের চার সদস্য এবং মেন্টর এই পাঁচ জনের কেউই ভিসা পাননি বলে জানান তিনি।

আবু সাবিক মেহেদী বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমরা বৃহস্পতিবার বেলা ১১টায় আমেরিকান দূতাবাসে সাক্ষাৎকার দিতে গেলে আমাদের ভিসা বাতিল করা হয়। এ সময় আমেরিকান দূতাবাসের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট (আইএনএ) এর ২১৪ (বি) নং ধারার আলোকে আমাদের সবার ভিসা বাতিল করা হয়েছে।’ 

তিনি আরও জানান, ‘আমরা আইসিটি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমেরিকান অ্যাম্বাসেডরকে অবগত করেই এ আবেদন করি। গভর্নমেন্ট অর্ডারসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আমরা আবেদন করি ভিসার জন্য। যেখানে নাসায় আমন্ত্রণের বিষয়টি সংযুক্ত করেও আবেদন করি, এরপরও ভিসাকে রিজেক্ট করা হয়েছে।’ 

এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য ছাড়া তাদের নাসায় যাওয়া অনিশ্চিত উল্লেখ করে মেহেদি বলেন, ‘আইসিটি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমেরিকান অ্যাম্বাসেডর যদি বিষয়টা নিয়ে কিছু করেন তাহলে হয়তো যাওয়া হতে পারে। তা না হলে আমাদের যাওয়া অনেকটাই অনিশ্চিত।’ শাবি`র টিম অলিক

জানা যায়, নাসা ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ ২০১৮ প্রতিযোগিতায় বেস্ট ইউটিলাইজেশন অব ডেটা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল হিসেবে গত ২১ জুন আমন্ত্রণপত্র পায় শাবিপ্রবির টিম অলিক। নাসা থেকে টিম অলিককে আমন্ত্রণপত্র দেওয়া হয় চলতি বছরের ২১ জুন। সেই সঙ্গে ভিসার জন্য আবেদন করা হয় ১ জুলাই। ১১ জুলাই ভিসার জন্য ইন্টারভিউ দেওয়া হলেও আমেরিকান দূতাবাস থেকে ভিসা আবেদন প্রত্যাখ্যান করে দেওয়া হয়। 

যুক্তরাষ্ট্রে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে আবু সাবিক মেহেদী বলেন, ‘২১ থেকে ২৩ জুলাই আমেরিকায় নাসা আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিমান টিকিট এবং হোটেল বুকিং দেওয়া হয়ে গেছে। আর এ সময়ে এসে টিম অলিকের সদস্য, মেন্টর, বেসিসের সদস্যসহ মোট ১৬ জনের মধ্যে আট জনের ভিসা বাতিল করা হয়েছে।’ 

এই বিষয়ে টিম অলিকের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের ছিল। কিন্তু নাসা থেকে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও মার্কিন দূতাবাস ভিসার অনুমোদন না দেওয়াই আমরা নাসায় যেতে পারছি না।’ 

এ সময় তিনি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের উচিত নাসার আমন্ত্রণে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়া। তা না হলে ভিসা সংক্রান্ত এরকম জটিলতা দেখা দিলে ভবিষ্যতে আমাদের দেশের তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের উৎসাহ কমে যাবে।’

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে চাঁদে অবতরণের জন্য ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপস ‘লুনার ভি-আর’ তৈরি করে বেস্ট ডেটা ইউটিলাইজেশন ক্যাটাগরিতে শাবিপ্রবির এই টিম অলিককে চ্যাম্পিয়ন ঘোষণা করে নাসা। এর আলোকে টিম অলিককে নাসা কর্তৃক ২১ থেকে ২৩ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসা কেনেডি স্পেস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় তারা।

আরও পড়ুন- নাসায় যাচ্ছে শাবির 'টিম অলিক'

 

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়