X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ত্রাণের আশায় লাখো পানিবন্দি মানুষ

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
১৩ জুলাই ২০১৯, ১৭:৪১আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৮:১৩

পানিবন্দি বাড়িঘর (ছবি– প্রতিনিধি)

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেমে আসা পানি থৈ থৈ করছে বাড়ির চারপাশে। কারও কারও ঘরেও প্রবেশ করেছে তা। এ অবস্থায় ঘর থেকে বের হওয়ার জো নেই বাসিন্দাদের। বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা নিয়েই পানিবন্দি অবস্থায় এসব মানুষের দিন-রাত কাটছে। দুর্ভোগের শেষ নেই তাদের। পাচ্ছেন না পর্যাপ্ত ত্রাণও। রয়েছে খাবার পানির সংকট। অনেকেই ঢলের পানি দিয়ে রান্না ও থালা-বাসন ধোয়ার কাজ করছেন।

দুর্ভোগের এই চিত্র সুনামগঞ্জের সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকার। এসব উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ওইসব উপজেলার বেশিরভাগ সড়ক পানিতে নিমজ্জিত হয়ে আছে। জেলা প্রশাসন জানিয়েছে, এ পর্যন্ত ১৪ হাজার ৫০০ ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। আর লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

তলিয়ে যাওয়ার পথে বাড়িঘর (ছবি– প্রতিনিধি)

বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়নের রাজঘাট গ্রামের দিলারা খাতুন, রেনুছা বেগম, জয়বানু জানান, পাঁচ দিন আগে তাদের ঘরে বন্যার পানি প্রবেশ করে। সেই থেকে চুলায় আগুন জ্বালাতে পারছেন না। দোকান থেকে শুকনো খাবার কিনে এনে রাখা ছিল সামান্য। অল্প অল্প করে তাই খাচ্ছেন।

মাঝাইর গ্রামের আলী আশরাফ বলেন, ‘বিশ্বম্ভরপুর কারেন্টের বাজার সড়কের পাশে আমার বসতঘর। এখানে কয়েক দিন হলো বন্যার পানি ঢুকেছে। এরপর থেকে আর চুলায় আগুন ধরানো যায়নি। বাজার থেকে চিড়াগুড় কিনে নিয়ে খাচ্ছি।’

একই গ্রামের আব্দুল কাদির বলেন, ‘আমাদের এখন শুকনো খাবার প্রয়োজন। ঘরে চাল থাকলেও রান্না করার কোনও ব্যবস্থা নেই।’

সলুকাবাদ ইউনিয়নের সাক্তারপাড় গ্রামের খলিলুর রহমান বলেন, ‘মানুষ তো কোনও রকমে খেয়েপরে বেঁচে আছে। কিন্তু গবাদিপশু, হাঁসমুরগি নিয়ে কৃষকরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। প্রতিটি গোয়ালায় বন্যার পানি প্রবেশ করেছে। এতে গবাদিপশুকে উঁচু জায়গায় সরিয়ে নিতে হচ্ছে।’

পানিবন্দি বিদ্যালয় (ছবি– প্রতিনিধি)

সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রহিম বলেন, ‘সরকার ত্রাণ দিচ্ছে। কিন্তু সবাই তা পাচ্ছে না। ত্রাণের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন। নগদ টাকা, শুকনো খাবার ও ওষুধ বেশি দরকার।’

লালপুর গ্রামের মাছচাষি মো. দারু মিয়া বলেন, ‘আমার গ্রামের আলাল মিয়া, রুহুল আমিন, জাহের মিয়া, বিরাজ মিয়া, জহুর মিয়া, মানিক মিয়া, লাল মিয়া, জয়নাল আবেদীনসহ ২৫ জন চাষির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. বিষ্ণু প্রসাদ চন্দ বলেন, ‘বন্যার সময় রোগমুক্ত থাকতে বিশুদ্ধ পানীয় জল পান করতে হবে। মাথা পর্যন্ত ডুবে থাকা টিউবওয়েলে পানি ব্যবহার করা যাবে না। সাপের কামড় থেকে সতর্ক থাকতে হবে। এছাড়া ছোট ছোট শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। বন্যার পানি নেমে যাওয়ার সময় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এ সময় খাবারদাবারে সতর্ক থাকতে হবে।’

ত্রাণের আশায় মানুষ (ছবি– প্রতিনিধি)

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘জেলায় সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত উপজেলা তাহিরপুর। দক্ষিণ বড়দল, উত্তর বড়দল, শ্রীপুর দক্ষিণ, শ্রীপুর উত্তর, বাদাঘাট, বালিজুড়িসহ ছয়টি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। আনুমানিক পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি বিনষ্ট হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাত্র দুই হাজার ৬০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে; যা চাহিদার তুলনায় নগণ্য। শুকনো খাবারের প্যাকেটের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভুইয়া বলেন, ‘সুরমা নদীর পানি ৮ দশমিক ৪ থেকে ৮ দশমিক ৬-এর মধ্যে ওঠানামা করছে। পানি এখন স্থির অবস্থায় রয়েছে। আগামী কয়েক দিন আরও বৃষ্টি হবে ও পাহাড়ি ঢল নামবে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বৃদ্ধিও অব্যাহত থাকবে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ‘এ পর্যন্ত জেলায় ৩০০ টন চাল, তিন হাজার ৭৬৫ প্যাকেট শুকনো খাবার ও নগদ আড়াই লাখ টাকা বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় নগদ ১০ লাখ টাকা, ৩০০ টন চাল ও চার হাজার প্যাকেট শুকনো খাবার দিয়েছে। প্রতি প্যাকেট শুকনো খাবারে চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ সাড়ে ১৬ কেজি সামগ্রী থাকে। তবে এবার খাবারের প্যাকেটে মোমবাতি ও দেশলাই নেই।’

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা চাল বিতরণ করছে। প্রয়োজন হলে ত্রাণের পরিমাণ আরও বাড়ানো হবে।

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়