গত ৭ দিন ধরে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে বান্দরবানে। তবে জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রবিবার (১৪ জুলাই) বিকাল থেকে আবহাওয়া কিছু ভালো থাকায় সাঙ্গু নদীর পানি নামতে শুরু করেছে।
বান্দরবান সদরের পৌর এলাকার ইসলামপুর, বালাঘাটা পুলপাড়া, নোয়াপাড়া,উজানীপাড়া,মেম্বারপাড়াসহ আশপাশের নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করায় জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। জেলার লামা, থানচি, আলীকদমসহ বিভিন্ন উপজেলার পানিও কমতে শুরু করেছে।
দুর্গত এলাকার পরিবারগুলো জেলার ১৪৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসন, পৌরসভা, সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করছে।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স বলেন, আশ্রয়কেন্দ্রে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। পানি নামতে শুরু করেছে। তবে সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।