X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এরশাদের লাশ রংপুর থেকে কোথাও যাবে না, জাপা নেতাদের হুঁশিয়ারি (ভিডিও)

রংপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৫:০৯আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৬:১৮

সংবাদ সম্মেলনে মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদকে রংপুরে তার বাসভবন পল্লী নিবাসে দাফন করার দাবি জানিয়েছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। এরশাদের মরদেহ রংপুর থেকে ঢাকায় দাফন করতে নিয়ে যাওয়ার যেকোনও প্রচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির রংপুর ও রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।

জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘এরশাদ অনেক আগেই রংপুরে তার বাসা পল্লী নিবাসে তাকে দাফন করার কথা বলে গেছেন। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি এরশাদকে বাংলাদেশের জনগণের মন থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। সব স্তরের মানুষ যাতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সেজন্যই আমরা রংপুরে তাকে দাফন করতে চাই। পল্লীবন্ধু এইচএম এরশাদের লাশ যদি রংপুর থেকে নিয়ে যাওয়ার কোনও চেষ্টা করা হয়, রংপুরের লাখো নেতাকর্মী বুকের রক্ত দিয়ে তা প্রতিহত করবে। কিন্তু লাশ রংপুর থেকে কোথাও যাবে না। এটা আমাদের স্পষ্ট হুঁশিয়ারি।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এরশাদের মরদেহ রংপুরে আনার পর কালেক্টরেট মাঠে জানাজা হবে। পরে তার মরদেহ পল্লী নিবাসে দাফন করা হবে। এরশাদের দাফন রংপুর ছাড়া ঢাকায় করার যেকোনও প্রচেষ্টা জাতীয় পার্টির নেতাকর্মীরা রক্ত দিয়ে হলেও প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘এরশাদ মারা যাওয়ার পরপরই দলের মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে এরশাদের ঘোষিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দল পরিচালিত হবে। সেজন্য জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই।’

মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর সম্পাদক এসএম ইয়াসির, পঞ্চগড় জেলা জাপা সভাপতি সালেক, রাজশাহী বিভাগের পক্ষে বগুড়া জেলা জাপা সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন, গাইবান্ধা জেলা সভাপতি আব্দুর রশীদ সরকার, ঠাকুরগাঁও জেলা জাপার সদস্য সচিব আলী রাজু স্বপন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাপা নেতা জুলফিকার আলী, দিনাজপুর জেলা জাপার সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী, সাবেক নারী সাংসদ শাহানারা বেগম, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাপা নেতা মাহবুবার রহমান প্রমুখ।

আরও পড়ুন- 

এরশাদ আর নেই 

এরশাদকে দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার: রাঙ্গা

 

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া