X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

গাজীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৭:৪৩আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৭:৫২

গাজীপুরে দুর্ঘটনার শিকার পিকআপ গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পিকআপের তিন আরোহীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নান্দুয়াইন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এই দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বলদিয়া গ্রামের মোস্তফা খানের ছেলে পিকআপ চালক হাসান খান (১৯) এবং ওই পিকআপের হেলপার একই গ্রামের কবির হোসেনের ছেলে নাঈম মাঝি (১৮) ও লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার দৈখাওয়া গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে সামিঊল মিয়া (১৬)। এদিকে কড্ডায় দুর্ঘটনায় নিহত হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সালনা বাউপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে নজরুল ইসলাম কাজল (৪৫)। নজরুল ইসলাম স্থানীয় কোনাবাড়ি এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতেন।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজুর রহমান জানান, গাজীপুরের টঙ্গী থেকে সোমবার সকাল পৌনে ৮টার দিকে ডিমের কেস বহনকারী একটি পিকআপ শ্রীপুর যাচ্ছিল। পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি (নান্দুয়াইন) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় পিকআপটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক হাসান খানসহ হেলপার নাঈম মাঝি ও সামিউল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।   

এদিকে, গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাশিমপুরগামী পুলিশের একটি প্রিজন ভ্যানের ধাক্কায় নজরুল ইসলাম কাজল গুরুতর আহত হন। রবিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার সময় তিনি নলজানীর গ্রেটওয়াল সিটির বাসা থেকে কোনাবাড়ি এলাকার তার কর্মস্থলে যাচ্ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাত আনুমানিক সোয় ১২টায় তিনি মারা যান। নিহতের ছেলে জাহিদ হাসান নিলয় এই তথ্য নিশ্চিত করেছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়