X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপরে

বগুড়া প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ২১:২০আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২১:২৯

সারিয়াকান্দিতে বসতিতে ঢুকে পড়া পানি উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টায় ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। বন্যা দুর্গতদের বাঁধে আশ্রয় নিতে না দেওয়ায় তারা অন্য জায়গায় চলে যাচ্ছেন।

সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্র জানায়, ১০ ইউনিয়নের ৬৪টি গ্রামে বন্যার পানি ঢুকেছে। এতে ৪৬ হাজার ৮০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, দুই হাজার ৬৬৫ হেক্টর জমির ফসল বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। ২০ হাজার ৭৫৫টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা শিক্ষা অফিস জানায়, আটটি মাধ্যমিক ও ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে।

এদিকে সোমবার বিকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হানা ইসলাম জানান, গত কয়েকদিনে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় বন্যা হয়েছে। তিন উপজেলার ৫৫৪টি গ্রামের মধ্যে ৯৮টি জলমগ্ন হয়ে ১৬ হাজার ৪৪০ পরিবারের ৬৬ হাজার ৮০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নদীভাঙনে ১৪৫টি ঘরবাড়ি সম্পূর্ণ ও ২৪০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধে দুই হাজার ও অন্যান্য স্থানে ৪৯টি পরিবার আশ্রয় নিয়েছে।

বন্যায় নিমজ্জিত সারিয়াকান্দির বয়ড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জিআর ৫০০ মেট্রিক টন চাল ও নগদ আট লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। জিআর খাতে ৩৫৮ মেট্রিক টন চাল ও আট লাখ টাকা মজুত আছে। দুই হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাবার পর উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। তিন উপজেলায় ৪৫ কিলোমিটার বাঁধ অক্ষত রয়েছে। এগুলো সার্বক্ষণিক নজরদারিতে আছে। ইতোমধ্যে দুই হাজার প্যাকেট শুকনো খাবার ও ১৪২ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে। ৫৯টি প্রাথমিক ও দুটি মাধ্যমিক বিদ্যালয় বন্যা কবলিত হয়েছে। বন্যার পানিতে মোট আট হাজার ৬০৩ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে– পাট পাঁচ হাজার ১০ হেক্টর, আউশ ধান তিন হাজার ৫০৫ হেক্টর, সবজি ৪০ হেক্টর, মরিচ নয় হেক্টর, আমন বীজতলা ৩৫ হেক্টর ও আখ চার হেক্টর। সারিয়াকান্দি উপজেলার আট ইউনিয়নে ৩৫.২২ হেক্টর আয়তনের ২২২টি পুকুরের ৭৩.৯৭ মেট্রিক টন মাছ ভেসে গেছে।

এদিকে বন্যায় তিন উপজেলায় এক হাজার ৯০০টি টয়লেট, দুই হাজার ৪৫৭টি নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ১৪টি নলকূপ মেরামত ও এক হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। প্রেস বিফ্রিংয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!