X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কে ভারী যান চলাচল বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ০৯:৩৬আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০৯:৫০

সড়কে পানি থাকায় ভারী যান চলাচল বন্ধ কয়েক দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ জেলার সবক’টি নদনদীর পানি বেড়ে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। জেলার ৯ উপজেলার ৫৫টি ইউনিয়ন পানিতে প্লাবিত। ফলে হয়ে প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ধরলা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কের কয়েকটি অংশ প্লাবিত হওয়ায় ওই সড়কে ভারী যান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘সড়ক বিভাগের অনুরোধ ও পরামর্শক্রমে ওই সড়কে ভারী যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আবারও যান চলাচল স্বাভাবিক হবে।’

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, সড়কের ওপর দিয়ে পানির প্রবাহ থাকায় এ অবস্থায় ভারী যান চলাচলে সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য আপাতত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে হালকা যান চলাচল করছে।

সড়কে পানি থাকায় ভারী যান চলাচল বন্ধ সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সড়কটি ঝুঁকিপূর্ণ নয়। কিছু জায়গায় পানির স্রোত থাকায় আমরা বালুর বস্তা দিয়ে তা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিয়েছি। যেহেতু সড়কটি বিটুমিনের কার্পেটিং করা রয়েছে তাই পানির স্রোতের সঙ্গে ভারী যান চললে সড়কের কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়ে সড়কটি ব্যবহারের অযোগ্য হতে পারে। সেজন্য ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার তথ্য অনুযায়ী, বন্যা ও নদী ভাঙনে সোমবার (১৫ জুলাই) দুপুর পর্যন্ত জেলায় ২ লাখ ৯৪ হাজার ৪৪ জন মানুষ পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জিলুফা সুলতানা জানান, জেলার ৯ উপজেলার বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসন হতে ২৮০ মেট্রিকটন চাল, ২ হাজার প্যাকেট শুকনো খাবার এবং  ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা বিতরণ শুরু হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়