X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‌‘উৎসবের বাড়িতে’ এখন শোকের মাতম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ১৭:২৬আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২৩:৪৫




সন্তান ও স্বজনদের জন্য কাঁদতে কাঁদতে শুকিয়েছে রাজনের মায়ের চোখের জল সিরাজগঞ্জ জেলা সদরের কান্দাপাড়া গ্রামে রাজনের বাড়িতে আজ উৎসবের কথা ছিল। স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে নববধূকে বরণ করে নেওয়ার কথা ছিল তার। তবে তা আর হয়ে ওঠেনি। ট্রেনের ধাক্কায় সবকিছু শেষ হয়ে গেছে। দুর্ঘটনার কারণে বর রাজন ও নববধূ সুমাইয়া খাতুনসহ তাদের গাড়ির ১১ সদস্য না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। উৎসবের বাড়িটিতে আজ চলছে শোকের মাতম।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, জেলা সদরের কান্দাপাড়া গ্রামটি যেন শোকে নিশ্চুপ হয়ে আছে।

বর রাজনের বাড়িতে গিয়ে দেখা যায় বাবা আলতাব হোসেন ও মা ঝর্ণা বেগম ছেলের জন্য কেঁদে যাচ্ছেন। ছেলে হারানোর পাশাপাশি মেয়ে জামাতা সুমনকে নিয়েও তারা শঙ্কার মধ্যে রয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় জামাতা সুমন এখন ঢাকায় চিকিৎসাধীন। রাজনের বোন স্বর্ণা নিজের ভাই ও স্বজন হারানো শোকে কাতর, অন্যদিকে স্বামী সুমনের জন্যও কাঁদতে কাঁদতে শুকিয়েছে তার চোখের জল।

রাজনের দাদার আহাজারি, পাশে শোকস্তব্ধ বাবা (আকাশি নীল রঙের শার্ট পরিহিত)

শোকস্তব্ধ রাজনের বাবা ও মাকে প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু কোনও কিছুতেই তারা ছেলে ও স্বজন হারানোর শোক ভুলতে পারছেন না।

জানা যায়, শ্যালক রাজনের সঙ্গে দুলাভাই সুমন মাইক্রোবাসের মাঝের সিটে একপাশে ছিলেন, অপর পাশে ছিলেন নববধূ সুমাইয়া খাতুন। সুমনের কোলে ছিল রাজনের মামাতো বোনের ছেলে শিশু আলিফ। রাজন, নববধূ সুমাইয়া, মামাতো বোনের ছেলে আলিফ, বন্ধু শরিফ, চালক স্বাধীন, হেলপার আহাদসহ এ গাড়ির ১১ জনই দুর্ঘটনায় চলে গেছেন না ফেরার দেশে।

রাজনের দুলাভাই সুমন, প্রতিবেশী ভাগ্নে লাদেন, নিবিড়, টুটুলসহ পাঁচ জন গুরুতর আহত অবস্থায় এনায়েতপুর ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন।

রাজনের দূরসম্পর্কের দাদা শাহজাহান আলীকে বাড়ির সব সদস্যকে সান্ত্বনা দিতে দেখা যায়। তিনিও ছিলেন বরযাত্রীর বহরে। তবে, পেছনের মাইক্রোবাসে। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, তখন সন্ধ্যা ৬টার মতো হবে। আমরা উল্লাপাড়ার চরঘাটিনা গুচ্ছগ্রাম থেকে দু’টি মাইক্রোবাস ও একটি সিএনজিযোগে প্রায় ৩৫ জন বরযাত্রী ফিরছিলাম। সামনের মাইক্রোবাসে রাজন, তার নববধূ এবং দুলাভাইসহ অন্যরা ছিলেন। আমরা পঞ্চক্রোশী ইউনিয়নের শাহিখোলা গ্রামের সলপ স্টেশন পার হয়ে একটি হাইস্কুলের পাশ দিয়ে রেলক্রসিং উঠতে যাচ্ছিলাম। রেলক্রসিংয়ে ওঠার আগে বামে একটি বড় বটগাছ ছিল। রাজনের মাইক্রোবাসের চালক এ কারণে হয়তো ট্রেনটি দেখতে পাননি।

দুই বোন ও ভাগ্নে আলিফের সঙ্গে রাজন

তিনি জানান, মাইক্রোবাসটি লাইনে ওঠার আগেই সামনের বাম্পার বগির পাদানির সঙ্গে আটকে যায়। পাদানির সঙ্গে আটকে থাকা অবস্থায় মাইক্রোবাসটিকে প্রায় আধামাইল টেনে আনে ট্রেনটি। দূরে গিয়ে ট্রেনটি দাঁড়ালেও ততক্ষণে সব শেষ। রাজন ও তার স্ত্রীসহ ১১ জন মারা যান। আহত হন পাঁচ জনের মতো।

তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, সোমবার (১৫ জুলাই) সিরাজগঞ্জের সলপ স্টেশনের উত্তরে পঞ্চক্রোশী আলী আহম্মদ উচ্চবিদ্যালয়ের পাশের উন্মুক্ত লেভেল ক্রসিং পার হওয়ার সময় রাজনের বরযাত্রীবাহী মাইক্রোবাসে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) ভোর ৩টার পর সিরাজগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গ থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন:

সেই বিয়ের মঞ্চেই ফিরলো সুমাইয়ার রক্তাক্ত মরদেহ
ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১১


/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা