X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৮:১০

চট্টগ্রাম শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার গত বছরের চেয়ে কমেছে। তবে এই শিক্ষা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে এক হাজার ২৪৭ জন।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান। ফলাফলে দেখা যায়, এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ। যেখানে গত বছর পাসের হার ছিল ৬২.৭৩ শতাংশ। অর্থাৎ পাসের হার শূণ্য দশমিক ৫২ শতাংশ কমেছে।

অন্যদিকে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী। যেখানে গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৬১৩ জন। এবার বিজ্ঞানে পাসের হার ৮০ দশমিক ০৯ শতাংশ, ব্যবসায় ৬৪ দশমিক ৮৮ শতাংশ এবং মানবিকে ৪৮ দশমিক ৬৫ শতাংশ।

মাহবুব হাসান বলেন, ‘এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬১ হাজার ৫২৩ জন পাস করেছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট দুই হাজার ৮৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার নগরের বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কলেজগুলোর ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। তাই এবার সম্মিলিত ফলাফল সামান্য খারাপ হয়েছে। এছাড়া এবার আইসিটি ও ইংরেজিতে শিক্ষার্থীরা খারাপ ফলাফল করেছে।’

প্রসঙ্গত, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৭৯৬। এর মধ্যে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ৬১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। বিজ্ঞানে পাস করে ১৮ হাজার ১০১ জন, ব্যবসায় ১৮ হাজার ২৮০ জন এবং মানবিকে ২৫ হাজার ১৪২ জন।

উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিক পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ড থেকে এ বছর ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। আটটি সাধারণ বোর্ডে পাসের পার ৭১.৮৫ এবং জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৪৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৩৬ জন।

এইচএসসিতে গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা