X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার ওপরে

বগুড়া প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ০৬:৫০আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৬:৫১

পাকা রাস্তার ওপর পানি

বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় এই পানি পরিমাপ করা হয়। নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

জানা গেছে, বুধবার তিন উপজেলায় নতুন করে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে প্রায় দুই হাজার পরিবার। সবমিলিয়ে বন্যা দুর্গত হয়ে পড়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। সারিয়াকান্দির চালুয়াবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। এসব এলাকার মানুষ গবাদিপশু, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। কেউ কেউ বাড়িতে বাঁশের মাচা তৈরি করে তার ওপর রয়েছেন। গবাদিপশুগুলো উুঁচ স্থানে রাখা হয়েছে। এসব এলাকায় গো-খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

ধুনটে যমুনা নদীতে প্রবল স্রোতের কারণে শহরাবাড়ির পাকা সড়ক ধসে গেছে। প্রায় ছয় কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম বলেন, ‘যমুনা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত সোমবার থেকে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি থেকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সীমানা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। কৈয়াগাড়ি এলকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি স্থানে ইঁদুরের গর্ত দিয়ে পানি চুয়ে লোকালয়ে প্রবেশ করলে বালুর বস্তা দিয়ে ঠেকানো হয়েছে।’

ধুনট ভাণ্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা করা না গেলে ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি, গোশাইবাড়ি, চিকাশী, নিমগাছি, এলাঙ্গী, কালেরপাড়াসহ ১০টি ইউনিয়নের অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।’

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, বুধবার সন্ধ্যা ৬টায় যমুনা নদীর পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে বাঙালি নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচে আছে।

বগুড়া জেলা প্রশাসকের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, তিন উপজেলায় বন্যা কবলিত হয়েছে প্রায় ১০২টি গ্রামের প্রায় ৮২ হাজার মানুষ। বন্ধ রয়েছে মোট ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান। পানি বিশুদ্ধ করতে সাত হাজার ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা