X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আন্দোলন সফল না হওয়ার পেছনে নেতারাও দায়ী: বিএনপি নেতা মিনু

রাজশাহী প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৩:১৬আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:৪৩

মিজানুর রহমান মিনু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সফল না হওয়ার পেছনে নেতারা অনেকাংশে দায়ী। জিয়াউর রহমানের আদর্শের দলের নেতাকর্মীদের সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আন্দোলন সফল করতে হলে তৃণমূলকে ঢেলে সাজাতে হবে। বর্তমান কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করে যোগ্য নেতৃত্ব বের করতে হবে।’

রাজশাহী নগরীর মুনলাইন গার্ডেনে জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বুধবার তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এই স্বাধীন দেশে মানুষ এখন পরাধীন হয়ে পড়েছে। দেশে এখন কোনও গণতন্ত্র নেই। মানুষের ভোটের অধিকার নেই। প্রতিদিন খুন, ধর্ষণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেই চলছে। এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে বেগম জিয়াকে প্রথমে মুক্ত করতে হবে। এরপর যুগোপযোগী আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করা হবে। চলতি মাসের ২৭ কিংবা ২৮ তারিখ বিভাগীয় সম্মেলন সফল করতে হবে।’

রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত, মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য জাহান পান্না।

সভাপতির বক্তব্যে আবু সাঈদ চাঁদ খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, দেশের জনগণকে রক্ষা এবং বিএনপিকে সুসংগঠিত করতে দ্রুত জেলার ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেন। সেই সঙ্গে মেয়াদের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে প্রতিশ্রুতি দেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা