X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সম্পূর্ণ প্লাবিত চিলমারী, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৮:৩১আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৯:৪৯

চিলমারী থানার ভেতরে পানি ব্রহ্মপুত্রের পানিতে প্লাবিত হয়ে পড়েছে গোটা চিলমারী উপজেলা। উপজেলার সবকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম-চিলমারী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কপথও পানিতে ঢুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। থানার মধ্যেও পানি প্রবেশ করেছে। এছাড়া চিলমারী খাদ্য গুদাম ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাব-স্টেশনে পানি প্রবেশের উপক্রম হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্মাণ পরিচালনা রক্ষণাবেক্ষণ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আজিজুল হক।

চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম জানান, উপজেলা পরিষদের নিচতলায় পানি প্রবেশ করেছে। চরাঞ্চলের পাশাপাশি উপজেলা শহরের প্রায় প্রতিটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ৭০-৮০টি পরিবারের ঘরবাড়ি।

চিলমারী থানার সামনের সড়ক তিনি বলেন, ‘এবার বন্যা ’৮৮ সালের বন্যাকেও ছাড়িয়েছে। আমি নিজে ওই বন্যার প্রত্যক্ষদর্শী। তখন এতো মানুষও ছিল না। পানি এত বেশি প্লাবিত হয়নি, এতো ক্ষয়ক্ষতি ও হাহাকারও ওঠেনি। এবারের বন্যা সবকিছুকে ছাড়িয়ে গেছে।’

বন্যা দুর্গতদের সার্বিক দুরবস্থার বর্ণনা দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান আরও বলেন, ‘মানুষের এখন শুকনো খাবার আর বিশুদ্ধ পানি প্রয়োজন। মানুষ রান্না করার জায়গা পাচ্ছে না। তাই শুকনো খাবার না পেলে কষ্ট আরও বাড়বে।’

এদিকে রেললাইনের উভয় পাশে বন্যার পানি প্রবেশ করায় এবং দুর্গত লোকজন রেললাইনের ওপর আশ্রয় নেওয়ায় কুড়িগ্রাম-চিলমারী রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মো. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বন্যার পানিতে কুড়িগ্রাম-চিলমারী রেলপথের উলিপুর অংশের কয়েক জায়গা প্লাবিত হয়েছে। আরও কয়েক জায়গায় পানি রেলপথ ছুঁই ছুঁই করছে। এ অবস্থায় ওই রেলপথে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই বিবেচনায় কুড়িগ্রাম-চিলমারী রেলপথে ট্রেন আপাতত চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে তিস্তা-কুড়িগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

রেললাইনে আশ্রয় নিচ্ছে মানুষ ও গবাদি পশু শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ‘ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদনদীর পানি কমতে শুরু করেছে। আশা করছি, বৃহস্পতিবার রাত থেকে একটা ভালো পরিবর্তন হবে।’

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান জানান, ১৭ জুলাই পর্যন্ত কুড়িগ্রামের বন্যা দুর্গতদের জন্য ৫শ’ মেট্রিকটন চাল, ২ হাজার প্যাকেট শুকনো খাবার এবং নয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যেকোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যেকোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না