X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: ১২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ১৩:২৯আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৩:৪১

স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: ১২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন মৌলভীবাজারে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ১২ দিন পর আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার (১৮ জুলাই) কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

জানা যায়, গত ৫ জুলাই কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল (রফিনগর) গ্রামের জহুর উদ্দিনের মেয়ে কুলসুমা বেগম তাসলিমার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাফন করে তার পরিবার। সে কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। জন্ম নিবন্ধন অনুসারে তার জন্ম তারিখ ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি।

তবে স্থানীয়দের মধ্যে তাসলিমার স্বাভাবিক মৃত্যু হয়নি বলে গুঞ্জন উঠলে কুলাউড়া থানা পুলিশ বিষয়টির তদন্ত করে। পরে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ গত ১২ জুলাই লাশ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করে।

পরে আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার (১৮ জুলাই) মৌলভীবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিনের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী লাশ উত্তোলন করে মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী জানায়, তাসলিমাকে বিয়ে করতে নওমুসলিম আব্দুল আজিজ (আগের নাম লিটন দাস) ইসলাম ধর্ম গ্রহণ করেন।

আব্দুল আজিজ জানান, দুই বছর আগে থেকে তাসলিমার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি তাসলিমার পরিবারের লোকজনও জানতো। তবে তাসলিমার মায়ের মৃত্যুর পর আর বাড়িতে গিয়ে তাসলিমার সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি। বাধা হয়ে দাঁড়ান তার বাবা জহুর উদ্দিন।

এদিকে আজিজ বরমচাল ইউনিয়নের কালামিয়ার বাজারে থাকতেন। গত ৪ জুলাই সকালে কালামিয়ার বাজারে আজিজের সঙ্গে দেখা করতে আসে তাসলিমা। তখন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্য কয়ছর মিয়া তাসলিমাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসেন। ওইদিন বিকালেই হঠাৎ অসুস্থতার কথা বলে সিএনজি অটোরিকশাযোগে তাসলিমাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওয়ানা দেয় তার পরিবারের সদস্যরা। পরে রাতে অ্যাম্বুলেন্সে করে তাসলিমার লাশ নিয়ে ফিরেন তারা। পরিবারের দাবি, স্ট্রোক করে তাসলিমার মৃত্যু হয়েছে। পরদিন শুক্রবার ৫ জুলাই সকাল ১১ টার দিকে দ্রুততার সহিত তাসলিমার দাফন সম্পন্ন করা হয়। তবে স্থানীয়রা জানান, নিহতের গায়ে ও গলায় আঘাতের চিহ্ন ছিল। এই সূত্র ধরে কবর থেকে লাশ উদ্ধার করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে