X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি, পানিতে ডুবে দুজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ২১:৩৮আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২৩:৩৫

গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে বহু মানুষ জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) বিকাল ৫টা নাগাদ পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৬৬ সেন্টিমিটার থেকে ১২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ১৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী এবং পানিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান এসব তথ্য জানান।

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্য, জেলা-উপজেলা প্রশাসনের উদ্যোগ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা তহবিল থেকে যেসব ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল। এছাড়া যমুনার দ্বীপচরের অনেক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তাই ত্রাণ নিয়ে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

জেলার সাতটি উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫৯টি এবং আটটি পৌরসভার মধ্যে সাতটি বন্যায় প্লাবিত হয়ে ৯০ হাজার পরিবারের কমপক্ষে পাঁচ লাখ মানুষ বন্যার পানিবন্দি হয়েছে। জেলার প্রায় অর্ধেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে জেলার বকশীগঞ্জ ও ইসলামপুরে বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আবু বক্কর মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা যায়। এছাড়া ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের বৈলেগাঁও ফৈয়লেমারী গ্রামের ছামিউল মণ্ডলের ছেলে মশিউর রহমান (৩০) ঘরের ভেতরে মাচা থেকে পড়ে বন্যার পানিতে ডুবে মারা গেছেন। বুদ্ধি প্রতিবন্ধী মশিউর সাঁতার জানতেন না বলে জানান চিনাডুলী ইউপি চেয়ারম্যান আবদুস সালাম।

এলাকাবাসী জানায়, জেলায় সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত হয়েছে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা। ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা বন্যার পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছিল। এছাড়া বকশীগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার বেশির ভাগ এলাকা ও  সদর উপজেলার ছয়টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে।

এদিকে, শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বন্যাদুর্গত এলাকা ইসলামপুর ও দেওয়ানগঞ্জ পরিদর্শন করে ত্রাণ বিতরণের কথা ছিল। তারা হেলিকপ্টার যোগে এসেও নামেননি। হেলিকপ্টারটি আকাশে চক্কর দিয়ে চলে গেছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান