X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সুস্থ আছে নৌকায় জন্ম নেওয়া শিশু ‘বন্যা’

গাইবান্ধা প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ০৬:১৩আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৬:১৫

 

 চারদিকে থই থই পানি। বন্যার পানিতে তলিয়েছে মাঠ-ঘাট ও প্রান্তর। এরই মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে নৌকায় জন্ম নেয় শিশু ‘বন্যা’। তবে জন্মের পর সে ও তার মা শিউলি বেগম সুস্থ আছেন। গত ছয় দিন ধরে জন্ম নেওয়া শিশুটিকে নিয়ে স্বামীর বাড়িতেই আছেন শিউলি বেগম। শনিবার (২০ জুলাই) বিকালে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আশরাফুজ্জামান সরকার মা ও শিশুকে দেখতে যান।

এরআগে, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নৌকায় করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে সন্তানের জন্ম দেন শিউলি বেগম। শিউলি বেগম সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভাটি বোচাগাড়ি গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী।

মেডিক্যাল অফিসার ডা. আশরাফুজ্জামান সরকার জানান, নৌকায় সন্তান জন্মের বিষয়টি তাদের কেউ জানায়নি। তবে দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করা মেডিক্যাল টিম ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছোলায়মান আলী শনিবার সকালে বিষয়টি জানতে পারেন। পরে দুপুরে সিনিয়র সহকারী দুই নার্সকে নিয়ে প্রসূতি শিউলি বেগমের বাড়িতে পৌঁছান ডা. আশরাফুজ্জামান। সেখানে পৌঁছে মা ও শিশুর শারীরিক অবস্থার খোঁজ নেন তারা।

ডা. আশরাফুজ্জামান বলেন, বর্তমানে শিশুটি ও তার মায়ের কোনও সমস্যা নেই। দু’জনই সুস্থ আছেন। পানি ও ঠাণ্ডা থেকে দূরে থাকতে শিউলি বেগমকে পরামর্শ দেওয়া হয়েছে। শিউলি বেগম ও শিশুটি যাতে সুস্থ থাকে সেজন্য সার্বক্ষণিক খোঁজ নেওয়া ও প্রয়োজনে চিকিৎসা সেবা দেওয়া হবে।

কাপাসিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম বলেন, শিউলি বেগমের প্রসব বেদনা ওঠার পর তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্যার কারণে নৌকায় করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পরিবারের সদস্যরা। তবে পথে নৌকাতেই শিশু সন্তানের জন্ম দেয় শিউলি। বন্যার সময় নৌকাতে শিশুর জন্ম হওয়ায় পারিবারিকভাবে তার নাম রাখা হয় বন্যা।

এদিকে, শিশুটির জন্মে খুশি বাবা কফিল উদ্দিন ও মা শিউলি বেগমসহ পরিবারের লোকজন। তবে বন্যার মধ্যে এবং চিকিৎসক-ওষুধ ছাড়াই শিশুর জন্ম হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন বাবা কফিল উদ্দিন। শিশুটি সুস্থভাবে বড় হোক এবং যেকোনও সমস্যা হলে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দাবি তাদের।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোলায়মান আলী জানান, বর্তমানে শিশু সন্তান ও মা শিউলি বেগম সুস্থ আছেন। তাদের চিকিৎসা সেবা নিশ্চিতসহ সার্বিক খোঁজখবর রাখা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…