X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২১ জুলাই ২০১৯, ১২:৫৫আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৩:৪৭

নৌকায় বসবাস করায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে লোকজন ‘চাইর পাকে (পাশে) পানি, খাওয়া-দাওয়ার কষ্ট। ইয়ার মধ্যে ছাওয়াটার তিন দিন থাকি পাতলা পায়খানা। খালি স্যালাইন খোয়য়া থুইছি। পানিত ডাক্তারও ডাকপার পাই না, চিকিৎসা করি কেমন করি।’ আড়াই বছরের সন্তান মোস্তফার অসুস্থতার মধ্যে নিজের অসহায়ত্ব এভাবেই প্রকাশ করলেন সদর উপজেলার মোঘলবাসা ইউনিয়নের নামারচর গ্রামের মুন্নি আক্তার। শুধু মুন্নি না, কুড়িগ্রামে পানিবন্দি ৮৯৪ গ্রামের অনেক বাড়িতেই এখন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার ও চিকিৎসক সংকটেও ভুগছেন তারা। যদিও কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের দাবি, জেলায় ৮৫টি মেডিক্যাল টিম কাজ করছে এবং কোথাও কোনও চিকিৎসা সংকট নেই।

একই অভিযোগ নামারচরের নেজাম উদ্দিনের। তিনি বলেন, তার দেড় বছরের নাতি শামীম চার দিন ধরে ডায়রিয়ায় ভুগছে। বাড়ির পাশের একটি দোকান থেকে  স্যালাইন কিনে এনে খাওয়াচ্ছেন। আর কোনও চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। ছেলে ঢাকায় কাজ করায় নাতিকে নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন তিনি।

নাতিকে কমিউনিটি ক্লিনিকে নেননি কেন—জানতে চাইলে নেজাম উদ্দিন বলেন, ‘বানের পানিত কমিউনিটি ক্লিনিকও তলাইছে। ডাক্তারও আইসে না, কোটাই (কোথায়) চিকিৎসা করামো।’ তার নাতির মতো গ্রামের অনেক শিশু এখন ডায়রিয়াসহ সর্দি-জ্বরে আক্রান্ত। কিন্তু তারা কোনও চিকিৎসাসেবা পাচ্ছেন না, অভিযোগ করেছেন নেজাম উদ্দিন।

একই গ্রামের ছালেহা জানান, তার পাঁচ বছরের ছেলে কাশি-জ্বরে আক্রান্ত। তার নিজের হাত ও পায়ে চর্ম রোগ দেখা দিয়েছে। বন্যার পানিতে ভিজে ভিজে এ অবস্থা হয়েছে। চারপাশে পানি থাকায় কোনও হাসপাতালে যেতে পারেননি তিনি।

একই চিত্র দেখা গেছে চিলমারী, রৌমারী ও রাজীবপুর, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর ও বালার চর এবং বুড়াবুড়ি ইউনিয়নে। সেখানে শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া এবং সর্দি-জ্বরসহ পানিবাহিত রোগে।

নৌকায় বসবাস করায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে লোকজন

জেলার নদ-নদীর পানি কমতে শুরু করলেও পানিবন্দি মানুষের ভোগান্তি বাড়তে শুরু করেছে। তবে এ অবস্থাকে এখনও স্বাভাবিক বলছেন চিকিৎসকরা।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোস্তারি বেগম বলেন, সর্দি, কাশি ও হাত-পায়ে চুলকানি নিয়ে রোগীরা আসছেন। তবে এটা এখনও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। পানি নেমে গেলে এর প্রকোপ আরও বাড়বে।

ডায়রিয়া আক্রান্ত রোগী আসছেন কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘খাদ্যে বিষক্রিয়া ও নোংরা পানির কারণে ডায়রিয়া আক্রান্ত রোগী আসছে। কিন্তু রোগীর সংখ্যা এখনও স্বাভাবিক পর্যায়ে রয়েছে।’

এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৮৫টি মেডিক্যাল টিম থাকলেও টিমে ডাক্তার আছেন মাত্র ৩৫ জন।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, ‘চিকিৎসক সংকট থাকায় একজন এমবিবিএস ডাক্তারের অধীন একাধিক মেডিক্যাল টিম দেওয়া হয়েছে।’ 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি