X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৩:৩৫আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৩:৪৪

 

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে মোহাম্মদ হোছন (৩৯) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। শনিবার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার শিয়াল্যা ঘোনা পাহাড়ে এ ঘটনা ঘটে। রবিবার (২১ জুলাই) বেলা ১১টায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

নিহত হোছন পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আনু মিয়ার ছেলে। সে চিহ্নিত মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের সময় পুলিশের তিন জন সদস্য আহত হয়েছেন। তারা হলেন— এএসআই অহিদ উল্লাহ, কনস্টেবল সজিব সরকার ও মনির হোসাইন। ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড কার্তুজ, ১২ রাউন্ড কার্তুজের খোসা ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘শনিবার রাতে এএসআই অহিদের নেতৃত্বে একদল পুলিশ সাতঘরিয়া পাড়া এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি ও মাদক কারবারি মো. হোছনকে গ্রেফতার করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতেই পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার শিয়াল্যা ঘোনা পাহাড়ে ইয়াবা উদ্ধারে অভিযানে যায় পুলিশ। সেখানে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হোছনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজার সদরের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক