X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যায় ছয় কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৭:২৮আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৭:৩৭

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যায় ছয় কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় এলজিইডির বেশ কয়েকটি সড়ক মিলে মোট ছয় কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

কমলগঞ্জ উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, কয়েকদিনের বন্যায় সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভানুগাছ বাজার ভায়া চৈতন্যগঞ্জ মেইন সড়কের রামপাশা এলাকায় পানি তোড়ে ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে যায়। এতে তিনটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভানুগাছ থেকে সরই বাড়ি রাস্তার ৯০০ মিটার,আদমপুর জিসি ভানুগাছ জিসি ভায়া ইসলামপুর রাস্তা ২০০ মিটার, আদমপুর আদকানী বাজার ভায়া কাউয়ারগলা রাস্তা ৪০০ মিটার, আদমপুর ইউপি অফিস ভায়া ভানুবিল জাঙ্গালিয়া মঙ্গলপুর রাস্তা এক কিলোমিটার, গোলেও হাওর ইসলামপুর অফিস রাস্তা ১০০ মিটার, আলীনগর চৌমুহনী ভায়া পুর্বকালিপুর  ২০০ মিটার রাস্তাসহ পুরো উপজেলায় সাড়ে ৬ কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তবে বরাদ্ধ পেলে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় এলজিইডি কার্যালয়। 

এছাড়াও, বন্যার পানিতে সড়কের বিভিন্ন অংশে বিশাল গর্ত দেখা দেওয়ায় বন্যা আক্রান্ত এলাকায় রাস্তাগুলোয় যান চলাচলে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে ও পথচারী মানুষের  মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘বন্যায় ৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এতে নিমার্ণ ব্যয় দেড় কোটি টাকা হিসাব করা হয়েছে। দিন দিন ক্ষতির পরিমাণ বাড়ছে।তবে বরাদ্ধ পেলে এসব ভাঙাচোরা রাস্তার কাজ শুরু হবে।’

কমলগঞ্জ ইউএনও আশেকুল হক বলেন, ‘বন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ভেঙে গেছে। কোনও কোনও জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা চলছে। বরাদ্ধ পেলে খুব শিগগিরই কাজ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এখন পর্যন্ত  ৬২ মেট্রিক টন চালের মধ্যে ৫২ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। নগদ এক লাখ টাকা বরাদ্দ হয়েছে। আরও ১০ মেট্রিক টন চাল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!