X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৯:৩২আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৯:৪৬

 

এসপির প্রেস ব্রিফিং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে এক তরুণকে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন। রবিবার (২১ জুলাই) দুপুরে নগরীর চাষাঢ়া সিটি করপোরেশনের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এসপি জানান, সিদ্ধিরগঞ্জে ছেলে ধরা গুজব ছড়িয়ে স্থানীয় লোকজন সিরাজ মিয়াকে পিটিয়ে হত্যা করে। তিনি বধির হওয়ায় কোনও প্রতিবাদও করতে পারেননি। বিষয়টি আমরা তদন্ত করে দেখেছি। সেখানে ছেলে ধরার কোনও বিষয় ছিল না। একটি গোষ্ঠী ছেলে ধরা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

সিদ্ধিরগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৩-৪শ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

এদিকে ফতুল্লার লালখা এলাকায় ছেলে ধরা সন্দেহে রাসেল মিয়া (৩৮) নামের একজনকে পিটিয়ে আহত করেছে স্থানীয় লোকজন। রবিবার (২১ জুলাই) সকালে পুলিশ খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত যুবকের বাড়ি বন্দরের নবীগঞ্জ এলাকায়। সে রাজধানীর জুরাইন এলাকায় ভাড়া থাকে।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, সকালে রাসেল লালখা এলাকার শাহজাহান গাজীর মেয়ে প্রিয়াকে (১১) ফুল দেখায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখে ছেলে ধরা সন্দেহে তাকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা