X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বালিয়াকান্দি-মধুখালী সড়কের বেহাল দশা

রাজবাড়ী প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১০:৪২আপডেট : ২২ জুলাই ২০১৯, ১০:৪৪

বৃষ্টি হলে সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে ফরিদপুর জেলার মধুখালীতে চলাচলের  সড়কটিতে  বিরাজ করছে বেহাল দশা।  সড়কে সৃষ্ট গর্তগুলো বৃষ্টির পানিতে ডুবে থাকায় যানবাহনের চাকা কাদামাটিতে আটকে যাচ্ছে। একবার  চাকা আটকে গেলে উদ্ধার পেতে ঘণ্টার পর ঘণ্টা সময় পার হয়ে যায়।

বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠ থেকে সাধু মোল্যার মোড়, ওয়াপদা মোড়, তালপট্টি, বালিয়াকান্দি চৌরাস্তা থেকে ঘিকমলা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় প্রায় ১৪ কিলোমিটার। বালিয়াকান্দি থানা গেট থেকে চন্দনা ব্রিজ পর্যন্ত ভাঙাচোরা সড়কের বেশির ভাগ জায়গায় সৃষ্টি হয়েছে কাদা মাটির প্রলেপ । বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হলে সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন যাবত এ অবস্থা  বিরাজ করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

ট্রাকচালক সবুজ বলেন, ‘পাংশা থেকে মাগুরা যাওয়ার উদ্দেশে বালিয়াকান্দি সদরের ওয়াপদায় এসে আমার ট্রাকটি সড়কের মাঝখানে আটকে যায়। সড়কে পানি থাকায় বুঝতে পারিনি যে, গর্তটি বড় ছিল। উপজেলা সদরে সড়কের এই হাল হতে পারে চিন্তাই করা যায় না। ৯ ঘণ্টা চেষ্টার পর সকালে আল্লাহ মুক্তি দিয়েছে।’

মোটরসাইকেল চালক মাসুদ রহমান বলেন, ‘এই রাস্তার বেহাল দশা অনেক দিনের। এপথে বর্তমানে চলাচল অসম্ভব হয়ে গেছে।’ ভ্যানচালক রফিক শেখ বলেন, ‘এপথে যাত্রী বা পণ্য নিয়ে যাওয়ার কথা শুনলেই ভয় হয় কখন যেন গর্তে পড়ে যাই।’

পুরো সড়কজুড়ে রয়েছে এরকম অসংখ্য গর্ত বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত জানান, বালিয়াকান্দি থেকে নারুয়া এবং বালিয়াকান্দির ওয়াপদা থেকে মধুখালী সড়কটি দীর্ঘদিন খানাখন্দ সৃষ্টি হওয়ায় এ পথে চলাচলকারী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি বালিয়াকান্দি উপজেলা প্রকৌশল দফতর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। আরসিআইপি নামে একটি প্রকল্পে সড়কগুলো অন্তর্ভুক্ত হয়েছে। আশা করছি,শিগগিরই সড়কগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, সড়কগুলো এলজিইডি দেখভাল করছে। কয়েক মাস আগে আমরা ইট, খোয়া দিয়ে মেরামত করেছি।’

রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী খান এ শামীম জানান, বালিয়াকান্দি সদরকেন্দ্রিক  সড়ক এবং বালিয়াকান্দি থেকে নারুয়া, ওয়াপদা-মধুখালী সড়কের অবস্থা খুবই খারাপ। সড়কগুলো আরসিআইপি প্রকল্পভুক্ত হয়েছে।  সড়কগুলোর বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।তবে এখনও আমরা টেন্ডার আহ্বানের অনুমতি পাইনি। আশা করছি, খুব শিগগিরই টেন্ডার ডাকার অনুমতি পেলে দৃশ্যমান উন্নয়ন ঘটাতো পারবো।

 

 

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ