X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সামনে ঈদ, রেল কারখানায় চলছে বগি মেরামতের কাজ

নীলফামারী প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১১:৪০আপডেট : ২২ জুলাই ২০১৯, ১১:৫৪

বগি মেরামতের কাজ চলছে ঈদুল আজহা উপলক্ষে পূর্ণ উদ্যোমে রেলওয়ের জরাজীর্ণ ও পুরনো বগি মেরামতের কাজ চলছে সৈয়দপুর রেল কারখানায়। এসব বগি দিয়ে পশ্চিম রেলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধি করা হবে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জয়দুল ইসলাম একথা জানিয়েছেন।

জানা গেছে, ৪০ বগির ৩০টি পাকশি ও ১০টি লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। এরই মধ্যে অর্ধেক বগি হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো ঈদ যাত্রার আগেই হস্তান্তর করা হবে।

রেলওয়ে কারখানার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোকছেদুল মমিন বলেন,জনবল সংকট ও মালামালের অভাবে বগি মেরামতের সংখ্যা ৭৫ থেকে নামিয়ে ৪০ করা হয়েছে। অথচ গত বছর ঈদে ৭৫টি বগি মেরামত করা হয়েছিল।

সৈয়দপুর রেল কারখানায় রাখা বগি রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরু থেকে রেল কারখানার পাঁচটি উপ-কারখানা (শপে) ক্যারেজ, বগি, জেনারেল ওভারহোলিং, ক্যারেজের হেভি রিপিয়ার ও পেইন্ট শপে চলছে বগি মেরামতের কাজ। পাশাপাশি কারখানার আরও ২৩টি উপ-কারখানায় বগির যন্ত্রাংশ ও সরঞ্জাম তৈরির কাজ করছে। সব মিলিয়ে কারখানার ২৮টি উপ-কারখানার শ্রমিক, কারিগর ও প্রকৌশলীরা কর্মব্যস্ত সময় পার করছেন।

ক্যারেজ হেভি রিপিয়ার শপের সিনিয়র সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার মোমিনুল ইসলাম বলেন, ‘জনবল সংকটের কারণে বগি সরবরাহের লক্ষ্য পূরণ করতে শ্রমিক-কারিগররা কাজ করছেন।’

বগি মেরামত করা হচ্ছে রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ প্রকৌশলী মনিরুজ্জামান জানান, রেলওয়ে বহরে বগির সংখ্যা বৃদ্ধির করতে ট্রাফিক বিভাগের ডিপোয় রাখা অচল পুরনো বগি নতুন করে সচল করা হচ্ছে। এ কাজের জন্য মজুত মালামাল ও কারখানার মেশিনারি উপ-কারখানায় (শপ) তৈরি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। জনবল সংকটের মধ্যেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সকাল-বিকাল একটানা কাজ করছেন শ্রমিক-কারিগররা।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) জয়দুল ইসলাম জানান, ঈদ যাত্রায় অধিক সংখ্যক যাত্রী পরিবহন করতে কারখানায় অতিরিক্ত বগি মেরামত করা হচ্ছে। আগস্টের প্রথম সপ্তাহে সবক’টি বগি ট্রাফিক বিভাগে হস্তান্তর সম্পন্ন হবে। বগিগুলো দিয়ে প্রতিটি আন্তঃনগর ট্রেনে বগির সংখ্যা বাড়ানো হবে।

সৈয়দপুর রেল কারখানা তিনি আরও জানান, আদালতে মামলা চলায় নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ থাকায় জনবল নিয়োগ করা সম্ভব হচ্ছে না। সৈয়দপুর রেলওয়ে কারখানার যান্ত্রিক ও বৈদ্যুতিক বিভাগে ৩ হাজার ১৭১ জন শ্রমিকের প্রয়োজন। কিন্তু আছে এক হাজার ২২১ জন।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ