X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্ত্রী ও ১০ মাসের সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা!

মাগুরা প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৫:৩৪আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৬:০৮

মাগুরায় স্ত্রী-সন্তানকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার অভিযোগ মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় স্ত্রী ও ১০ মাসের শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর বিট্টু মজুমদার নামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে সোমবার (২২ জুলাই) সকাল ১০টার মধ্যে বিট্টু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অন্য কেউ এই হত্যাকাণ্ডে জড়িত কিনা সে ব্যাপারে পুলিশ বা এলাকাবাসী কিছু বলতে পারছে না। 

বিট্টুর স্ত্রীর নাম পূর্ণ মজুমদার (২৫)। তাদের ছেলে মানব মজুমদার। সোমবার বেলা ১১টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ পারনান্দুয়ালীর মিস্ত্রিপাড়ার একটি টিনশেড ঘর থেকে হতাহতদের উদ্ধার করে। এই বাড়িতেই তারা ভাড়া থাকতেন।  

স্থানীয় পৌর কাউন্সিলর আবদুল কাদের গনি মোহন জানান, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে বিট্টু চুয়াডাঙ্গায় থাকতেন। তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তিন মাস আগে পারনান্দুয়ালী মিস্ত্রিপাড়ার হাজী আবদুর রশিদের ভাড়া বাড়িতে ওঠেন তারা। ভাড়া ওই বাড়ির পাশেই বিট্টুর পারিবারিক বসত। বিট্টু তার পরিবারে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু মুসলিম ধর্মের মেয়ে বিয়ে করায় তার পরিবার সেটা মেনে নিতে পারেনি। তারা বিয়ে ভাঙার চেষ্টা করছিল। কিছুদিন আগে এ বিষয়টি মীমাংসার জন্য তারা আমার সঙ্গে বসেছিল। কিন্তু কোনও সমাধান হয়নি। এসব কারণে বিট্টু মানসিকভাবে বিপর্যস্ত ছিল। অভাব অনটন ও পারিবারিক বিচ্ছিন্নতা তার মূল কারণ।’

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ‘তিন বছর আগে মাগুরার পারনান্দুয়ালী মিস্ত্রিপাড়ার নির্মল মজুমদারের ছেলে বিট্টু মজুমদার প্রেমের সম্পর্কের সূত্র ধরে চুয়াডাঙ্গা সদরের ভাড়মপাড়ার কালাম শেখের মেয়ে পূর্ণকে বিয়ে করেন। বিট্টুর পরিবারের পক্ষ থেকে এ বিয়ে মেনে না নেওয়ায় সে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে থাকতো। সর্বশেষ পারনান্দুয়ালীর হাজী আব্দুর রশিদের একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন। পেশায় বিট্টু একজন থাইগ্লাস মিস্ত্রি। সব সময় কাজ না থাকায় প্রায়ই তিনি বেকার থাকতেন। যে কারণে অভাবের সংসারে দাম্পত্য কলহ হতো প্রায়ই। তাদের ছেলে সন্তানের বয়স ১০ মাস।’

যে ধারালো বঁটি দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিট্টুকে পুলিশ মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছে। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বিক্রির পর  ১২০ বস্তা জব্দ
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া