X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাবাকে মারধর, আতঙ্কে স্কুলে যাচ্ছে না দুই সন্তান

গাজীপুর প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৯:০৭আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৯:১৭

কামরুল ইসলাম রাজ্জাক

অভিভাবক ও ক্যান্টিন পরিচালক কামরুল ইসলাম রাজ্জাক (৫৫)-কে গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয়ের অফিসে ডেকে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে ওই স্কুলের শিক্ষার্থী তার দুই সন্তান আতঙ্কে স্কুলে যাচ্ছে না বলে জানা গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক হালিম সরকার।

কামরুল ইসলাম রাজ্জাক জানান, তার ছেলে ওই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণিতে ও মেয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করছে। তিনি চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তিন বছর মেয়াদে ১০ লাখ টাকা জামানত দিয়ে মাসিক ২৫ হাজার টাকা ভাড়ায় স্কুলের ক্যান্টিনটি ভাড়া নেন। ভাড়ার চুক্তির মেয়াদ আরও ৬ মাস বাকি আছে। কিন্তু তাকে কোনও কিছু না জানিয়ে ১৬ জুলাই হঠাৎ অধ্যক্ষের কক্ষে ডেকে নেওয়া হয়। এক পর্যায়ে স্কুল কমিটির আহ্বায়ক হালিম সরকারের সামনে ৫-৭ জন লোক অধ্যক্ষের কক্ষের দরজা বন্ধ করে তাকে নির্মমভাবে পেটান। এসময় প্রতিষ্ঠানের অফিস সহকারীসহ কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন। হজ পালন করতে যাওয়ায় অধ্যক্ষ উপস্থিত ছিলেন না। একপর্যায়ে পলাশ নামে এক ব্যবসায়ী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক, পরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়।

মারধরের কারণ হিসেবে কামরুল ইসলাম আরও জানান, অধ্যক্ষের রুমে আগে থেকেই তার দোকানের কর্মচারি জিয়ান ও ম্যানেজার রজব আলীকে নিয়ে আটকিয়ে রেখে মারধর করা হয়। রাত এগারোটার দিকে দুই কর্মচারিকে ছেড়ে দেয়া হয়। এদিকে, স্কুল কমিটির আহ্বায়ককে গালমন্দের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে, এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তিনি।   

তিনি আরও জানান, এই ঘটনার পর ভয়ে তিনি তার সন্তানদের ওই প্রতিষ্ঠানে যেতে দিতে পারছেন না। ক্যান্টিনটি জোর করে বন্ধ করে দিয়ে চাবি নিয়ে গেছে আহ্বায়কের লোকজন। দোকানে নগদ ৩২ হাজার টাকা ও মালামাল ছিল। সেগুলোর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।

স্কুলের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ক্যান্টিনের ভাড়ার বিষয় নিয়ে ক্যান্টিন মালিক রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির আহ্বায়ককে আড়ালে গালমন্দ করেছিলেন বলে শুনেছি। বিষয়টি কে বা কার কাছ থেকে জানতে পেরে আহ্বায়ক ক্যান্টিনের দুই কর্মচারীকে বিদ্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন। পরে মালিক রাজ্জাককে ডেকে আনা হয়। তাদের মধ্যে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে আব্দুর রাজ্জাককে মারধর করা হয়।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক হালিম সরকার জানান, আমার প্রতিষ্ঠানে তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। কোন শিক্ষার্থীর অভিভাবক কে তা আমার জানা নেই। আর আমার বিদ্যালয়ে ডেকে এনে মারধরের কোনও ঘটনা ঘটেনি। ক্যান্টিনের ১১ মাসের ভাড়া বকেয়া রয়েছে। তাকে ডেকে ভাড়া পরিশোধের কথা বলা হয়েছিল।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়