X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় বন্যায় ১২৩ কোটি টাকার ফসলের ক্ষতি

বগুড়া প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৯:৪৯আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৯:৫৭

বগুড়ায় বন্যা (ছবি: ফোকাস বাংলা) বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় গত কয়েকদিনের বন্যায় ১২ হাজার ২৩০ হেক্টর জমির ফসল প্লাবিত হয়েছে। তিন উপজেলায় ৬২ হাজার কৃষক পরিবার ক্ষতির শিকার হয়েছেন। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, ইতোমধ্যে ১২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বাঙালি নদীর পানি বেড়ে গ্রামে ঢুকে পড়ায় এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় আরও ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় গত বছরের বন্যায় ১৭ হাজার ৯৭৩ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছিল। এতে ৮৩ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হন। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ২১৬ কোটি টাকার বেশি।

সোনাতলা উপজেলার নামাজখালি গ্রামের কৃষক রাশেদুল ইসলাম জানান, তার পাঁচ বিঘা জমি বাঙালি নদীর তীরে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় তার পাট ও আউশের ক্ষেতে পানি ঢুকে সব নষ্ট হয়ে গেছে। দুই বিঘা জমির অর্ধেক পাট ভেসে গেছে। এছাড়া তিন বিঘা জমির আউশ ধান পুরো নষ্ট হয়েছে।  তার মতো এলাকার আরও অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বগুড়ায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস জানান, ‘বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। আমনের বীজতলারও অনেক ক্ষতি হয়েছে। পানি ঢুকে পড়েছে ৭০ হেক্টর সবজি ও ১০ হেক্টর মরিচের ক্ষেতে।’ ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, ‘রবিবার মন্ত্রণালয়ে যে প্রতিবেদন পাঠানো হয়েছে, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২৩ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।’

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!