X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান, আ.লীগের তিন নেতাকে অব্যাহতি

রাঙামাটি প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ০২:১১আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০২:১২

 

রাঙামাটি রাঙামাটির লংগদুতে দলের মনোনীত প্রার্থী থাকার পরও দলীয় শৃঙ্খলা আমান্য করে বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘লংগদু উপজেলার ছয় নম্বর মাইনীমূখ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী আব্দুল আলী নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু, কয়েকজন নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন। এ কারণে ১৪ জুলাই বিকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় দলীয় গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক লংগদু উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাম খাঁ ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ গাউস আলীকে দলীয় সব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।’

উল্লেখ্য, এর আগে ১৩ জুলাই দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে প্রার্থী হওয়ায় সম্ভাব্য বহিষ্কারাদেশ পাওয়ার আগেই পদত্যাগ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের চাচাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম এবং শ্রমিক লীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন কমল।

প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নের টানা দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় এই পদটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আলী। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী ও পদত্যাগ করা এই দুই জনের পাশাপাশি নির্বাচনে অংশ নিচ্ছে স্বতন্ত্র প্রার্থী মো. হালিম ও সেলিম উদ্দিন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল