X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিলেটে হজরত শাহজালালের (রহ.) ৭০০তম ওরস চলছে

সিলেট প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ১৫:২৬আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:৫৮

সিলেটে হজরত শাহজালালের (রহ.) ৭০০ তম ওরস (ছবি: ফোকাস বাংলা) ভক্ত-আশেকানদের মিলনমেলায় পরিণত হয়েছে হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে গিলাপ চড়ানোর মধ্য দিয়ে মাজারে ৭০০তম বার্ষিক ওরস শুরু হয়েছে। গিলাপ চড়ানো চলবে বিকাল পর্যন্ত। আগামীকাল বুধবার ভোররাতে আখেরি মোনাজাতের পর শিরনি বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে ওরস। সিলেটে হজরত শাহজালালের (রহ.) ৭০০ তম ওরস (ছবি: ফোকাস বাংলা)

ওরস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ‘লালে লাল বাবা শাহজালাল’ স্লোগানে মিছিলে মিছিলে হজরত শাহজালালের (রহ.) মাজারে গিলাপ চড়াতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন ভক্তরা। ওরসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে পৃথক আরেকটি গিলাপ চড়ানো হয়।  অপরদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে গিলাপ দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটে হজরত শাহজালালের (রহ.) ৭০০ তম ওরস

বাগেরহাট থেকে ওরসে যোগ দিতে আসা আব্দুন নুর জানান, এবারের ওরসসহ তিনি ১৮বার ওরসে এসেছেন। এবার চার বন্ধু মিলে এসেছেন তারা। তিনি জানান, দোয়া নিতে তিনি প্রতিবছর ওরসে যোগ দেন। এবার পরিবারের মানত হিসেবে তিন হাজার টাকা মাজারে দিয়েছেন। সিলেটে হজরত শাহজালালের (রহ.) ৭০০ তম ওরস (ছবি: ফোকাস বাংলা)

হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন, ‘প্রতি বছর ওরসে দেড় লক্ষাধিক লোক সমাগম হয়। তবে এবার অনেক কম হবে। কারণ দেশের বিভিন্ন স্থানে বন্যায় মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা আশবাদী এবার প্রায় ৫০-৬০ হাজারের লোক আসবেন। মঙ্গলবার সকাল থেকেই ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যাও আরও বাড়বে।’

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ‘মাজার এলাকায় পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে। সেই সঙ্গে আগতদের দেহ তল্লাশির পাশাপাশি তাদের সবসময় নজরদারিতে রাখা হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা