X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উখিয়া ও রামু থেকে দুটি মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ১৮:১১আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:২০

কক্সবাজার কক্সবাজারে পৃথক ঘটনায় দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে উখিয়া থেকে গুলিবিদ্ধ এক মাদক কারবারি এবং রামু থেকে কুপিয়ে হত্যা করা চিহ্নিত এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, মঙ্গলবার (২৩ জুলাই) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোটখালের পাড়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকা থেকে গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত নজরুল ইসলাম চৌধুরী (৩৫) উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকার মৃত দরবেশ আলী সিকদারের ছেলে।

ওসি মনসুর বলেন, ‘সকালে জালিয়াপালং ইউনিয়নের চিরাইখাল পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করেছে। এসময় ঘটনাস্থলে তল্লাশি করে একটি দেশীয় বন্দুক, তিনটি গুলি ও ৫০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়িদের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনায় নজরুল ইসলাম নিহত হয়েছে। তার শরীরে দুই জায়গায় গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। পরে খবর নিয়ে জানা গেছে নিহত নজরুল ইসলাম চৌধুরী একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক কারবারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ছিল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।’

এদিকে মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল থোয়াইঙ্গাকাটা পাহাড়ি এলাকা থেকে প্রতিপক্ষের হাতে কুপিয়ে হত্যার শিকার চিহ্নিত এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান।

নিহত আব্দুল মোতালেব (৪০) গর্জনিয়া ইউনিয়নের বড়বিল থোয়াইঙ্গাকাটা এলাকার মোহাম্মদ হাসান  ওরফে ডাবল হাজীর ছেলে। সকালে গর্জনিয়ার বড়বিল থোয়াইঙ্গাকাটা পাহাড়ি এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। নিহতের পিটে ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।

ওসি মিজানুর জানান, ‘আব্দুল মোতালেব একজন চিহ্নিত ডাকাত। সে রামু ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় ডাকাতি করতো। তার বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় ৪/৫ টির বেশি ডাকাতির মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা