X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে আলাদা ঘটনায় চার জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ০৯:১০আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৯:১৯

 

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজার, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা উপজেলা থেকে নারীসহ চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকায় সুরুজ মিয়া (৪০) নামের একজনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এদিকে, সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি এলাকার মতিন সড়কের পাশ থেকে অজ্ঞাত (২৮) এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রেখা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

অপরদিকে, বন্দর থানার কাইতাখালী এলাকায়  পূর্বশত্রুতা ও টাকা পয়সা নিয়ে লেনদেনের জের ধরে মিশর (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মিশর বিদেশে থাকতেন। সম্প্রতি দেশে ফিরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। মিশর কাইতাখালী এলাকার টুক্কু সিকদারের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এছাড়া ফতুল্লার লালখাঁ এলাকা থেকে শেফালী বেগম নামে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শেফালী বেগম ফেরি করে সবজি বিক্রি করতেন। তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন তিনি। শেফালী একই এলাকার মৃত আব্দুল হামিদের মেয়ে।

পুলিশ জানায়, শেফালী মৃগরোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আসলাম হোসেন জানান, পানিতে ডুবে নাকি কেউ শেফালীকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা