X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পানি কমছে ডালিয়া পয়েন্টে, এখনও তিস্তা ব্যারাজের ৪৪ স্লুইসগেট খোলা

নীলফামারী প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ১১:৫৮আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৫:১৭

তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্ট নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর পানি কমছে। বুধবার (২৪ জুলাই) সকাল ৬-৯টার মধ্যে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছিল। এতে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে এখনও ব্যারাজের সব স্লুইসগেট খোলা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবক’টি (৪৪টি) স্লুইসগেট খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বেলা ১২টায় আরও কমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার এবং বিকাল ৩টায় ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির এমন ওঠানামায় আতঙ্ক বিরাজ করছে তিস্তাবেষ্টিত চর ও চরগ্রামের বানভাসি মানুষের মাঝে। 

তিস্তা ব্যারেজ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক ও উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রশীদ জানান, সোমবার (১৩ জুলাই) সকালে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ওইদিন পাউবো ব্যারাজ পয়েন্টে তিস্তাবেষ্টিত চর ও চরগ্রাম এলাকায় হলুদ সংকেত জারি করে। এছাড়াও পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার হাতিবান্ধা, কালিগঞ্জ উপজেলার নদীবেষ্টিত চর ও চরের গ্রামগুলো প্লাবিত হয়েছিল।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, ‘তিস্তার পানি বাড়া-কমায় ভোগান্তি কমছে না তিস্তা পারের মানুষের। প্রথম দফার বন্যা পরিস্থিতির উন্নতির পর আবারও বিপদসীমা বরাবর পানি প্রবাহিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বন্যাকবলিতরা।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী