X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্ল্যাকার্ডে ‘আপত্তিকর’ শব্দ, সমালোচনায় শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুলাই ২০১৯, ০২:৫০আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০২:৫৫





চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পানির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচির প্ল্যাকার্ডে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহার করায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা। তারা বলেন, যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারেন। কিন্তু আন্দোলনকারীরা প্ল্যাকার্ডে যেসব শব্দ প্রয়োগ করেছেন, তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যায় না।


বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ছাত্রলীগ সব সময় পাশে আছে এবং থাকবে। কিন্তু কেউ দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করলে আমরা পাশে থাকবো না।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্ল্যাকার্ডে আপত্তিকর শব্দ ব্যবহার করে ছাত্ররা ঠিক করেননি। তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্ষমা চাওয়া উচিত।’
একই মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রুবেল। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘শাহ আমানত হলে প্রায়ই সকালে পানি থাকে না। এ জন্য সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ যৌক্তিক ছিল। কিন্তু বিক্ষোভকালে প্ল্যাকার্ডে আপত্তিকর শব্দ ব্যবহার করে তারা ঠিক করেননি। এ ঘটনায় জড়িতদের শাস্তি হওয়া উচিত।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে শাহ আমানত হলে এক ঘণ্টা পানি ছিল না। এ সময় হলের আবাসিক শিক্ষার্থীরা পানির দাবিতে হলের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে কয়েকজন শিক্ষার্থী কাগজের প্ল্যাকার্ডে কিছু স্লোগান লিখে সেখানে হাজির হন। ওই লেখায় আপত্তিকর শব্দ ব্যবহার করতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে হলের উত্তর ব্লকে পানি ছিল না, তাই শিক্ষার্থীরা হলের সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে আমরা গিয়ে এটি সমাধান করি।’ তিনি বলেন, ‘প্ল্যাকার্ডে আপত্তিকর শব্দ ব্যবহারের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়েন, তাদের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। তাদের শালীন হওয়া উচিত। প্রতিবাদ অনেকভাবে করা যায়, তাই বলে এত খারাপ শব্দ ব্যবহার করতে হবে, এটা ঠিক নয়।’




 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী