X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মানুষের অধিকার আদায়ে যুবলীগকে রাজপথে থাকতে হবে: নানক

নওগাঁ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ১৫:২৭আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৫:৩১

নওগাঁ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘যুবলীগকে মানুষের অধিকার আদায়ে রাজপথে থাকতে হবে। এমপি, মন্ত্রীদের ক্যাডার থাকলে চলবে না। ভালো নেতা হতে হবে, ভালো মানুষ হতে হবে। জ্ঞান অর্জন করতে হবে, আলোকিত মানুষ হতে হবে।’ বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে নওগাঁর নওজোয়ান মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নানক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আগামী ৫০ বছর বাংলাদেশের কি প্রয়োজন সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে দেশের প্রশাসন এবং জনগণকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেটাই শেখ হাসিনার দর্শন। সকলকে এই দর্শন মেনে চলতে হবে।’
জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট খোদাদাদ খান পিটুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘সম্মেলনের মাধ্যমে কেবল নেতা নির্বাচন নয়, একটি রাজনৈতিক দলের চিন্তা-চেতনা ও দিকনির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। যুবলীগ একটি সংগঠন। সংগঠন মানে আন্দোলন। আর আন্দোলন না থাকলে সংগঠন শক্তিশালী হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গড়ার যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সবাইকে তার সঙ্গে শরিক হয়ে প্রিয় দেশকে গড়ে তুলতে হবে।’
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, শহিদুজ্জামান সরকার এমপি, ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো. আব্দুল মালেক, নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফজলে রাব্বী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত ও মুজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু প্রমুখ।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তোমার গানের ওপারে
তোমার গানের ওপারে
বার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
চ্যাম্পিয়নস লিগবার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ