X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অ্যাকাউন্ট জটিলতায় ভাতা না পাওয়ার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ০৯:১০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৯:৪৭

অ্যাকাউন্ট খুলতে আসা লোকজন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট জটিলতায় দেড় বছর ধরে টাকা পাচ্ছেন না নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার প্রায় দেড় শতাধিক মানুষ। এজন্য উপজেলা সমাজ সেবা অফিদফতর ও ব্যাংক একে অপরকে দায়ী করছে।

শনিবার (২৭ জুলাই) সকালে ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৫৫০ জন ভাতা প্রাপ্তদের ব্যাংক হিসাব খোলার জন্য এনআরবিসি ব্যাংক নরসিংদীর শাখা কর্তৃপক্ষ ও উপজেলা সমাজ সেবা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত হন। অ্যাকাউন্ট খুলতে গিয়ে নানা হয়রানির শিকার হয়েছেন বলে কার্ডধারী দেড় শতাধিক নারী-পুরুষ অভিযোগ করেছেন।

তারা জানান,  ব্যাংক হিসাব খোলার জন্য তাদের উপজেলা সমাজ সেবা অফিস থেকে জানানো হয়। এখানে আসার পর অ্যাকাউন্ট খুলতে বই জমা দিলে ব্যাংকের লোকজন বলেন, সমাজ সেবা অফিসের দেওয়া এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) নম্বর ভুল। তাই তাদের অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে না।

ঘোড়াশাল পৌর এলাকার বিধবা কার্ডধারী নাছিমা বেগম বলেন, ‘দেড় বছর ধরে কোনও টাকা পাচ্ছি না। শনিবার অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যাংকের লোকজন আমার এমআইএস নম্বর ভুল বলছে।’

নেপাল চন্দ্র ধর, মেহেরুন বেগমসহ অনেক ভুক্তভোগীদের একই অভিযোগ।

ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ পলাশ গ্রামের ফজলুল হক বলেন, ‘উপজেলা সমাজ সেবা অফিস থেকে প্রায় তিন বছর আগে আমাকে বয়স্ক ভাতার কার্ড দিলেও আমি কোনও টাকা পাইনি। শনিবার যখন অ্যাকাউন্ট খুলতে যাই, তখন ব্যাংকের লোকজন জানান আমার কার্ডে নাকি ভুল আছে। কী ভুল আছে খবর নিলে জানতে পারি, চরসিন্দুর ইউনিয়নের এক মৃত ব্যক্তির নামের সঙ্গে আমার নাম মিল থাকায় কোনও ভাতার টাকা পাচ্ছি না। এজন্য অ্যাকাউন্টও খুলতে পারবো না।’

ঘোড়াশাল পৌর কাউন্সিলর শহিদুল হক রোমেল জানান, ব্যাংক আর সমাজ সেবা অফিসের লোকজনের মধ্যে সমন্বয়ের অভাবে ভাতাপ্রাপ্ত নারী-পুরুষ ব্যাপক হয়রানির স্বীকার হচ্ছেন। তারা একে অপরকে দোষারোপ করছেন। এ কারণে অনেক ভুক্তভোগীরাই ভাতার টাকা তুলতে পারছেন না।

এ বিষয়ে ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক জানান, ‘আমার কাছেও অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন। উপজেলা সমাজ সেবা অফিসের লোকজনের খামখেয়ালির কারণে ভাতাপ্রাপ্তরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।’

এনআরবিসি ব্যাংক নরসিংদী শাখার কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘অধিকাংশ ভাতা প্রাপ্তদের এনআইসি নম্বর ভুল থাকার কারণে আমরা তাদের ব্যাংক হিসাব খুলতে পারছি না। উপজেলা সমাজ সেবা অফিস থেকে ভাতা প্রাপ্তদেরকে ভুল এমআইএস নম্বর দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই।’

পলাশ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘ভাতা প্রাপ্তদের এমআইএস নম্বরে কোনও ভুল নেই। আমরা সঠিকভাবে এনআইডি নম্বর দিয়ে এমআইএস নম্বর দিয়েছি।’  

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন
ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপআকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন
‘সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে কেউ অনৈক্য করতে চাইলে মোকাবিলা করা হবে’
‘সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে কেউ অনৈক্য করতে চাইলে মোকাবিলা করা হবে’
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
আরও ৬ জনের করোনা শনাক্ত
আরও ৬ জনের করোনা শনাক্ত
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত