X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আগস্টেই নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার সম্ভাবনা

সালেহ টিটু, বরিশাল
২৯ জুলাই ২০১৯, ০৮:৪৩আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৮:৪৩

আড়তে আসা ইলিশ স্থানীয় নদীতে ইলিশ ধরা না পড়ায় এবং সাগর থেকে ফিশিং বোট না আসায় বরিশাল নগরীর ইলিশের মোকাম হিসেবে পরিচিত পোর্ট রোডে ইলিশ মিলছে না। স্বাদযুক্ত নদীর ইলিশের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান মৎস্য কর্মকর্তারা। তাদের দাবি, আগামী ৪ থেকে ৫ আগস্টের মধ্যে বরিশালের মোকামেও ঝাঁকে ঝাঁকে ইলিশ আসার সম্ভাবনা রয়েছে।

ইলিশ মোকামের আড়তদার জহির সিকদার জানান, আগে বরিশালের ১০৯টি আড়তে প্রতিদিন ২ হাজার মেট্রিক টনের ওপর ইলিশ এসেছে। সেখানে গত শনি ও রবিবার ইলিশ এসেছে মাত্র ১০০ মণ করে। এতে আড়ত সচল রাখা অসম্ভব হয়ে পড়ছে। ওই সব আড়তের সঙ্গে জড়িত ৫/৬শ’ শ্রমিক। স্বল্প সংখ্যক ইলিশ আসায় তা নগরীর বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়েছে। বরিশালের নদীর মাছে স্বাদ ভিন্ন থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। তবে সে অনুযায়ী ইলিশ দেওয়া সম্ভব হচ্ছে না।

ইলিশ নিয়ে ঘাটে ভিড়ছে ট্রলার তিনি আরও জানান, আগামী মৌসুমে নদীতে ইলিশ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তা ৪ ও ৫ আগস্টের আগে নয়। এর মধ্যে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন তিনি।

মোকামে ইলিশ না আসার কারণ হিসেবে একাধিক আড়তদার বলেন, আমাদের মোকামে সাগরমুখী ফিশিং বোটের সংখ্যা ৪/৫টির বেশি নয়। আমাদের ফিশিং বোট বেশিরভাগ স্থানীয় নদী থেকে ইলিশ শিকার করে আসছে বছরের পর বছর। প্রতি বছর নদীতে ইলিশ শিকারে বোট বাড়লেও সাগরে ইলিশ শিকারের বোট বাড়ছে না। এ কারণে নদীতে ইলিশ না পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বরিশাল ইলিশ মোকামের মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল বলেন, ‘বর্তমানে পাইকারি বাজারে ৪০০ গ্রাম (গোটলা) ওজনের কম ইলিশ মণ প্রতি বিক্রি হচ্ছে ২০/২২ হাজার টাকায়, ৪০০ থেকে ৫০০ গ্রামের (ভ্যালকা) প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ৩০/৩২ হাজার টাকায়, ৬০০ থেকে ৯০০ (এলসি) গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি বিক্রি হচ্ছে ৪০/৪২ হাজার টাকায়, এক কেজি ইলিশের মণ ৫৫ হাজার টাকা এবং এর ওপরের ১২শ’গ্রাম ইলিশ মণপ্রতি ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।’ তবে ইলিশের আমদানি বাড়লে দামও কমবে বলে জানান তিনি। আড়তে চলছে গণনা

এ ব্যাপারে মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞার পর সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করছে জেলেরা। কিন্তু বরিশালের নদীগুলোতে সেভাবে ইলিশ পড়ছে না। তবে চিন্তিত হওয়ার কিছু নেই। ইলিশ কমেনি, বেড়েছে। আগামী ৪ ও ৫ আগস্টের মধ্যে বরিশালের মোকামও ইলিশে সয়লাব হবে।’

বিমল চন্দ্র দাস বলেন, ‘আমাদের দেশের মধ্যে সবচেয়ে স্বাদযুক্ত ইলিশ হচ্ছে বরিশালের নদীর। এ কারণে অনেকেই খোঁজখবর রাখছেন, কবে নাগাদ বরিশালের মোকামে ইলিশ আসবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল