শেরপুরের ঝিনাইগাতীর বানিয়াপাড়া-কুড়ালিয়াকান্দা সড়কে ব্রিজটি নির্মাণের ৬ মাসের মধ্যে ভেঙে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে আছে। গ্রামবাসীর অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে ব্রিজটি নির্মিত হয়েছিল। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান।
জানা যায়, ২০১১ সালে ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রণালয় ২১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া-কুড়ালিয়াকান্দা সড়কে এ ব্রিজটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের ৬ মাসের মধ্যেই ব্রিজটি ভেঙে গেছে।
বানিয়াপাড়া গ্রামের মো. আব্দুল খালেক, হযরত আলী, তাহের মিয়া, ওহাব আলী ও চাঁন মিয়া জানান, ভেঙে যাওয়া ব্রিজটি আজও ওই অবস্থায় পড়ে আছে। এরপর নতুন কোনও ব্রিজ নির্মাণ করা হয়নি। এই পথে উপজেলার কালিবাড়ী, বানিয়াপাড়া, হাসলিবাতীয়া, রাঙামাটি, হাসলিগাঁও, নয়াপাড়া, কলসপাড়, কুড়ুলিয়াকান্দা ও আসামপাড়া গ্রামের শত শত মানুষ যাতায়াত করে। ব্রিজটি পুনঃনির্মাণ না করায় এ গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম তোঁতা জানান, ব্রিজটি নির্মিত না হওয়ায় এলাকায় উৎপাদিত কৃষিপণ্য ও গবাদিপশু পারাপারে কৃষকদের নানা বিড়াম্বনার শিকার হতে হচ্ছে। সারাবছরই তাদের নৌকা করে পার হতে হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘ভেঙে যাওয়া ব্রিজটির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ব্রিজটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না।’