X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০১৯, ১০:৩৪আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১০:৪৩

দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘বিএনপি জামায়াত এখন গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সন্ত্রাসীদের প্রতিহত করছেন। কোনও ধরনের গুজবে কান না দিয়ে গুজবকারীদের আইনের হাতে তুলে দিতে তবে।’

বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্ট্যারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় ইমাম, পুরোহিত ও নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদ দূরিকরণে সচেতনতামূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, ‘দেশে ডেঙ্গু রোগ বাড়ছে। এ রোগ প্রতিরোধে সমাজের সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সমাজের সবাই যদি সচেতন হই তাহলে ডেঙ্গু রোগ কমে আসবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের মানুষের উন্নতি তো দূরের কথা, লুটপাটে ব্যস্ত ছিলেন তারা। দেশের টাকা বিদেশে পাচার করছিলেন। এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া এখন কারাগারে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এসব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিতে পালন করে আসছেন। এসব শান্তিময় মানুষদের সন্ত্রাসী ও জঙ্গি বানিয়ে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল বিএনপি-জামায়াত। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এসব ষড়যন্ত্র প্রতিহত করেছে এ দেশের জনগণই।’ 

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর জেলা ইমাম ওলামা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল্লাহ মাজাহারী প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
সর্বশেষ খবর
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!