X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে ডেঙ্গু শনাক্তে ছয়শ’ কিট পাঠালেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
০২ আগস্ট ২০১৯, ২৩:৪৯আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০০:১০

 

ডেঙ্গু শনাক্তের কিট হস্তান্তর করেন জেলা প্রশাসক নড়াইলে ডেঙ্গু শনাক্তের জন্য ব্যক্তিগত অর্থায়নে ছয়শ’ কিট পাঠিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এরমধ্যে একশ কিট নড়াইল সদর হাসপাতালে ও একশ কিট লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুরে সিভিল সার্জন ডা. মুন্সি আসাদুজ্জামান টনি ও সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবুর কাছে কিটগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

মাশরাফির দেওয়া আরও চারশ কিট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে রোগীদের জন্য ৯টি মশারির স্ট্যান্ডও দেওয়া হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার জসিম উদ্দিন ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘ছয়শ কিটের মধ্যে দুশ হস্তান্তর করা হয়েছে। বাকি চারশ কিট জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।’ তিনি কারও জ্বর অনুভূত হলে দেরি না করে সরাসরি নড়াইল সদর হাসপাতাল বা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ডেঙ্গু রোগ শনাক্ত করার জন্য অনুরোধ জানান। ডেঙ্গু সংক্রান্ত যেকোনোও প্রয়োজনে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইলবাসীর পাশে থাকার নিশ্চয়তা দিয়েছেন বলে ডিসি জানান। এছাড়া রোগীদের বিশেষ প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

নড়াইল সদর হাসপাতালর আরএমও  ডা. মশিউর রহমান বাবু জানান, এখন থেকে নড়াইল সদর হাসপাতালে ডেঙ্গু রোগী পরীক্ষায় আর কোনও জটিলতা থাকলো না। বর্তমানে সদর হাসপাতালে ১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!