X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডেঙ্গু দমনে জরুরি অবস্থা জারির দরকার নেই: জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৫:৫৯আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৭:১৩

লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘ডেঙ্গু দমনে দেশে জরুরি অবস্থা জারির কোনও দরকার নেই। সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আমরা ডেঙ্গু দমনে সরকারের পাশে থেকে সহযোগিতা করবো। ডেঙ্গু নিয়ে রাজনীতি করার কিছু নেই।’
শনিবার (৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাকবলিত ৫৩০ পরিবারের প্রত্যেককে ১৫ কেজি করে চাল বিতরণ করে জাতীয় পার্টি। এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু দমনে যাদের গাফিলতি আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে ডেঙ্গু রোগীর চিকিৎসা, জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যবস্থা জোরালো করতে হবে।
বন্যাদুর্গত এলাকাগুলোতে এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেন সাবেক এ বাণিজ্যমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা করে ত্রাণ বিতরণ করার আহ্বান জানান তিনি। জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে আমরা শোকাহত। এরপরও আমরা সাধ্যমতো কিছু ত্রাণসামগ্রী নিয়ে এসেছি। আপনারা দোয়া করবেন আগামীতে আমরা যেন আপনাদের যেকোনও দুর্যোগে পাশে দাঁড়াতে পারি।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা এমপি, আহসান আদেনুর রহমান এমপি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান এবং জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এসকে খাজা মঈনুদ্দিন প্রমুখ। ত্রাণ বিতরণ শেষে লালমনিরহাট সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে হেলিকপ্টারে করে সফর সঙ্গীদের নিয়ে ‍তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’