X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

খাদ্যে বিষক্রিয়ায় স্কুলছাত্রীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ১০:০০আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১০:০৬





মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলানগর গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় ইমা আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষক্রিয়ায় আসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই ছাত্রীর মা ও ভাইও। রবিবার (১১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
নিহত ইমা স্থানীয় হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুর রহিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিমের স্ত্রী জাহানারা বেগম (৪৬) তার দুই সন্তান ইমন মিয়া (১৯) ও ইমাকে নিয়ে হেলানগর গ্রামেই বাস করেন। শুক্রবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে তিন জন একসঙ্গে খাবার খান। এরপর বমি করতে শুরু করেন। রাতেই স্বজনরা তাদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইমা চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর তার শারিরীক অবস্থার অবনতি হলে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ওই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীনাবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, শনিবার নিহতের মা জাহানারা ও ভাই ইমনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোহাম্মদ নূরুল হক বলেন, ‘জাহানারা, ইমন ও ইমার বমি ও মাথাব্যথা ছিল। তবে ইমা চিকিৎসা নিতে রাজি হয়নি। খাবারে বিষক্রিয়ায় তারা তিন জনই অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে । তবে কোন ধরনের বিষ ছিল তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাবে না।’
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘এ পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনও অভিযোগ আসেনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া