X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে তিন শতাধিক বন্যাদুর্গত পরিবার পেলো কোরবানির মাংস

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ১৭:১৫আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৭:২৬

বন্যাদুর্গতদের মধ্যে মাংস বিতরণ করা হচ্ছে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বন্যাদুর্গত তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে ফোরাম ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস (এসডিএ) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৪ আগস্ট) উপজেলার রমনা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ তীরবর্তী টোন গ্রামে তিনটি গরু কোরবানি করে মাংস বিতরণ করেন সংগঠনটির কর্মীরা।

বুধবার দুপুরে চিলমারীর টোন গ্রামে গিয়ে দেখা যায়, এসডিএ’র সদস্যরা গরু কোরবানির পর মাংস কাটতে ব্যস্ত সময় পার করছেন। দেড়টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজেই মাংস কাটা সম্পন্ন করেন তারা।

কাজের ফাঁকে কথা হয় এসডিএ’র সদস্য সাঈদ জাহাঙ্গীর ও মাহবুবুল ইসলাম সোহেলের সঙ্গে। তারা জানান, ২০১১ সালে সংগঠনটির যাত্রা শুরুর পর থেকেই শীত বস্ত্র বিতরণ, ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টি, হতদরিদ্র ও বন্যাকবলিত এলাকার জনগণের মাঝে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন তারা।

জাহাঙ্গীর ও সোহেল আরও জানান, শুরুতে তারা বিভিন্ন সামর্থ্যবানদের কাছ থেকে কোরবানির মাংস সংগ্রহ করে তা রান্না করে দরিদ্র মানুষের খাওয়াতেন। গত কয়েক বছর ধরে তারা অর্থ সংগ্রহ করে তা দিয়ে গরু কিনছেন এবং সেই গরু জবাই করে দরিদ্র পরিবারগুলোর মাঝে মাংস বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় তারা বন্যাকবলিত কুড়িগ্রামের চিলমারী উপজেলায় তিনটি গরু কোরবানি করে তিন শতাধিক পরিবারের মাঝে বণ্টন করেছেন।

মাংস পেয়ে আনন্দিত রমানা বাঁধে আশ্রয় নেওয়া ইছিমন, রহিমা, মোমেনা ও ফরজ উদ্দিন। তারা জানান, গেল ঈদে কেউ খোঁজ নিতে আসেনি। সামর্থ্যবানরা কোরবানি দিলেও সেই মাংস তাদের ভাগ্যে জোটেনি। এলাকার কেউ গোশত না দিলেও এই ছেলেগুলো তাদের গোশত দিয়েছে। আল্লাহ ওদের মঙ্গল করুক।

মাংস হাতে নিয়ে বাড়িতে ফেরার পথে কথা হয় নছিমন বেওয়ার সঙ্গে। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করা এই বৃদ্ধা নারী জানান, বিধবা মেয়েকে নিয়ে থাকেন তিনি। সংসারে কোনও পুরুষ সদস্য না থাকায় ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন। গেল ঈদে মাংস খেতে না পারলেও ঢাকা থেকে আগত এসডিএ’র সদস্যদের কোরবানি দেওয়া গরুর মাংস তিনি পেট পুরে খাবেন।

এমন খুশি আর স্বস্তি ছিল প্রতিটি পরিবারের সদস্যদের চোখে মুখে। অন্তত এক বেলা পেট ভরে ভাত-মাংস খেতে পারবেন তারা।

এসডিএ’র সভাপতি এএম রায়হান বলেন, ‘আমরা চাই কোরবানির মতো এমন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়াক সামর্থ্যবানরা। আমাদের পক্ষে গোটা দেশে এ ধরনের ইভেন্ট করা সম্ভব হবে না। তবে সবাই যার যার অবস্থান থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে অসহায় ও বঞ্চিত মানুষগুলো কিছুটা হলেও আনন্দ পাবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ