X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া নিয়ে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২২

নীলফামারী প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ২৩:২১আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২৩:৩৭

সংঘর্ষে লিপ্ত দু’গ্রুপ জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে আগে ফুল দেওয়া ও আলোচনা সভা করা নিয়ে রেষারেষিতে নীলফামারীর জলঢাকা উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাবেক সংসদ সদস্য, সাংবাদিক ও পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন এ তথ্য জানান।

আহতদের মধ্যে রয়েছেন নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএ, জলঢাকা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, একই থানার কনস্টবেল মেহেদী হাসান, রুবেল হোসেন, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম, পথচারী শাহিনুর রহমান, দুলাল হোসেন, সাংবাদিক সেফাউল ইসলামসহ ২২ জন।

আহতদের মধ্যে উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ছুড়ছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার জন্য যান সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা ও তার কর্মী-সমর্থকরা। একই সময়ে সেখানে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু ও তার কর্মী-সমর্থকরাও। এই দুই গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এ সময় ম্যুরালে আগে ফুল দেওয়া ও আলোচনা সভা করা নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা শুরু হয়। এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করা হলে অনেকেই আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তাদের ১৩ রাউন্ড টিয়ারসেল ও ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়।

এ ব্যাপারে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা অভিযোগ করেন, ‘জলঢাকা জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের জীবনী নিয়ে আলোচনা করছিলেন সাবেক উপজেলা সভাপতি আব্দুল মান্নান বিএ। এ সময় বর্তমান উপজেলা সভাপতি আনসার আলীর মিন্টুর নেতৃত্বে জামায়াত শিবির অতর্কিতে হামলা চালায় আমাদের ওপর। তাদের হামলায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।’

এদিকে, পাল্টা অভিযোগ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু বলেন, ‘আগে থেকে নির্ধারিত দলীয় কর্মসূচির আলোকে শোক র‌্যালি নিয়ে যখন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করতে যাই, ঠিক সেই মুহূর্তে সাবেক এমপি মোস্তফা ও আব্দুল মান্নানের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। তারা জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। এ নিয়ে মামলা দায়ের করবো।’

অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ‘জলঢাকা আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আমাদের পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল নিক্ষেপ করি। পরিবেশ এখন শান্ত রয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া