X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবি-মুক্তিযোদ্ধা সংসদের

হিলি প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১৩:৪৪আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৩:৫৩

বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর পাশাপাশি প্রথমবারের মতো স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জগদীশ প্রসাদের হাতে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত হোসেন বিএসএফের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সেখানে বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার দলবির সিং, বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক, চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব হোসেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীনসহ উভয় বাহিনীর নারী-পুরুষ সদস্যরাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হিলি মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তারা  বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (১৫ আগস্ট)ছিল ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আজকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। সৌহার্দ্য সম্প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে দুই বাহিনী যেন মিলেমিশে দায়িত্ব পালন করতে পারি, সেই লক্ষ্যেই দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দুই বাহিনী একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,  ১৫ আগস্ট ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে এবারই প্রথমবারের মতো হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। তাদের স্বাধীনতা অক্ষুণ্ন থাক, আরও দৃঢ় হোক, সেই সঙ্গে তারা দেশ মাতৃকার সেবায় মনোযোগী হবে সেটাই কামনা করি।

তিনি আরও বলেন, ‘ভারত আমাদের বন্ধু দেশ। এই দেশ আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল।  যারা আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাই।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ