X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শ্বশুরবাড়ির পাশের পুকুর থেকে জামাতার মরদেহ উদ্ধার, আটক তিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১৫:৫৯আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৬:২২

ব্রাহ্মণবাড়িয়া



ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্বশুরবাড়ির কাছে একটি পুকুর থেকে যুবক রাসেলের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর পশ্চিমপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল ওই গ্রামের মিজান চৌধুরীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সুমন সরকার জানান, রাসেলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সে ঘর থেকে বের হয়। পরে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে স্থানীয়রা শ্বশুরবাড়ির পাশে একটি পুকুরে রাসেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তিনি আরও জানান, প্রায় চার বছর আগে প্রতিবেশী ওয়াদুদ মিয়ার মেয়ে ফাতেমাকে বিয়ে করেন রাসেল। তাদের ঘরে ৩ বছরের একটি সন্তান আছে। শ্বশুরবাড়ির সঙ্গে রাসেলের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। রাসেলের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজনই তাকে হত্যা করেছে।
কসবা থানার উপ-পরিদর্শক (এস আই) ফারুক হোসেন জানান, রাসেলের শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ নিয়ে বৃহস্পতিবার সালিশ হলেও কোনও মীমাংসা হয়নি। রাতে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে তার লাশ পুকুরে পাওয়া যায়।
তিনি আরও জানান, রাসেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের স্ত্রী ফাতেমা, তার বাবা ওয়াদুদ মিয়া, ভাই রুবেল ও বড় ভাইয়ের স্ত্রী রহিমা আক্তারকে আটক করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনই রাসেলকে খুন করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি