X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৭০

রংপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ০৭:২০আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৭:২৪

রংপুর রংপুরে বিয়ের দাওয়াত খেয়ে অন্তত ৭০ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের বেশিরভাগকেই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার পীরগাছা উপজেলার অনন্তরাম জানের পাড় গ্রামে। পীরগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, গত ১৪ আগস্ট পীরগাছা উপজেলার অনন্তরাম জানের পাড় গ্রামের খলিলুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম লাভলুর বিয়ে হয়। কনে পাশ্ববর্তী কাউনিয়া থানার আলুটারী গ্রামের আলী আকবর আলীর মেয়ে আসমা বেগম। তাদের বিয়ের অনুষ্ঠানে পীরগাছা থেকে ৯০ জন বরযাত্রী গিয়েছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীকে পোলাও-কোরমা, রোস্টসহ বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। রাতেই বর লাভলু নতুন বউ এবং স্বজনদের নিয়ে পীরগাছার বাড়িতে যান।

পরদিন বৃহস্পতিবার থেকে বরযাত্রীদের ডায়রিয়া ও বমি শুরু হয়। বুধবার রাতেই পীরগাছা হাসপাতালে ভর্তি করা হয় ৩২ জনকে। শুক্রবার রাত ১১ টা পর্যন্ত আরও ১৮ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাজ্জাজ।

তিনি বলেন, এ পর্যন্ত ৫০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৩৮ জন ভর্তি আছে। এছাড়া আরও ২০ জন তাদের বাড়িতে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এটা ফুড পয়জনিং-এর কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পীরগাছা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হচ্ছেন সালেহা বেগম (৪০), সিরাজুল ইসলাম (৪৮), ছমিরন নেছা (৬৫), আবুল (১৪) , জয়েন উদ্দিন (৩২) প্রমুখ।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে ৭০ জনের মতো অসুস্থ হয়ে পড়েছে বলে আমরা খবর পেয়েছি। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এ ঘটনা ঘটেছে। ৯০ জন বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলো বলে বর পক্ষ থেকে জানা গেছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী