X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৬ ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা

খুলনা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১২:১৭আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১২:৩১

বৃষ্টিতে তলিয়ে গেলের খুলনার রাস্তা টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে খুলনার সড়ক, অলি-গলি তলিয়ে গেছে। মহানগরীর নিচু এলাকার ঘর-বাড়িতেও পানি উঠেছে। রাস্তায় পানি জমে যাওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সড়কে সে অর্থে যানবাহনও দেখা যায়নি। ঈদের ছুটি শেষে শনিবার (১৭ আগস্ট) স্কুল খুললেও যেতে পারেনি শিক্ষার্থীরা।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এ বৃষ্টিপাত হয়েছে। রাত ৩টার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি চলে সকাল ৬টা পর্যন্ত। এরপর হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয় সকাল ৯টা পর্যন্ত। রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত খুলনায় ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টিতে খুলনায় জলাবদ্ধতা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় মহানগরীর কেডিএ এভিনিউ, লোয়ার যশোর রোড, ডাকবাংলা মোড়, পিটিআই মোড়, রয়েল মোড়, শান্তিধাম মোড়, ফুল মার্কেট, টুটপাড়া, নতুন বাজার, জোড়াগেট, খালিশপুর বাস্তহারা কলোনি, বয়রা এলাকা, মুজগুন্নি, হাউজিং বাজার, নতুন কলোনি, দৌলতপুরসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক।

মহানগরীর গোবরচাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে মনে হয়েছিল সকালে আর দোকান খোলা যাবে না। সড়কে বের হওয়াই কঠিন হবে। সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তায় বের হওয়া ছিল দুষ্কর। তারপর পানি ভেঙে দোকান পর্যন্ত গিয়ে দেখি পানিতে সয়লাব।’

বৃষ্টিতে খুলনায় জলাবদ্ধতা টুপাড়া এলাকার আকবর হোসেন বলেন, ‘টানা বৃষ্টিতে সড়ক, গলিপথ  তলিয়ে যাওয়ায় রিকশা, ভ্যান কিছুই যেতে চায় না। কারণ ওয়াসার খোঁড়া খুঁড়িতে অনেক স্থানেই বড় বড় গর্ত করা রয়েছে। পানিতে অনেক পথচারী গর্তে পড়ে গেছেন। আর রিকশা গর্তে পড়লে তো যাত্রী ও চালকের অবস্থা হতে পারে শোচনীয়।’ তলিয়ে যাওয়া টুটপাড়া ও এর আশপাশ এলাকার সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে।

রাস্তায় যানবাহন নেই বললেই চলে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন বলেন, ২২ খাল পুনরুদ্ধার ও খনন ছাড়া মহানগরী খুলনার জলাবদ্ধতার নিরসন করা কঠিন।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল আজাদ বলেন, ‘মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। খাল খনন ও অবৈধ দখলদারদের চিহ্নিত করা হয়েছে। এখন দ্রুততার সঙ্গে অভিযান শুরু হবে। কেডিএ এভিনিউর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ শুরু হয়েছে। ২০৩০ সালের জুনে এসব কাজ শেষ হবে। তখন নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী