X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৮:৫০





পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড় ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। শনিবার (১৭ আগস্ট) মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটে গিয়ে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়। ঢাকামুখী গাড়ি পেতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এই সুযোগে সাধারণ সময়ের চেয়ে দুই থেকে তিন গুন বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। প্রশাসনের পক্ষ থেকে ঘাট এলাকা ও মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেও কোনও কাজ হচ্ছে না।
ঘাট সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী পারাপারে ১৯টি ফেরি ও ২০টি লঞ্চ চালু রয়েছে। তাই যাত্রী ও যানবাহন পারাপারে কোনও সমস্যা হচ্ছে না।
পাটুরিয়া ঘাটে কথা হয় কুষ্টিয়া থেকে ঢাকার উত্তরাগামী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি জানান, দৌলতদিয়া থেকে লঞ্চে পাটুরিয়া ঘাটে আসার পর পলাশ পরিবহনে উঠতে গেলে তার কাছে তিনশ’ টাকা চাওয়া হয়।
পাটুরিয়া ঘাটে যত্রীদের ভিড় ফরিদপুর থেকে আসা গোলাম রহমান যাবেন ঢাকার মিরপুরে। প্রজাপতি পরিবহনের একটি বাসের হেলপার তার কাছে পাটুরিয়া ঘাট থেকে গাবতলী যেতে ভাড়া চান ৩০০ টাকা। অথচ তিনি অন্য সময় ৯০ টাকা দিয়ে গাবতলী যান। অতিরিক্ত ভাড়া দিতে না চাইলে বাসের স্টাফ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেন।’
এদিকে, রাজবাড়ী থেকে আসা এনজিওকর্মী শাহাদাত হোসেন জানালেন, আশুলিয়া গ্যালাক্সি পরিবহনের একটি বাসে নবীনগর যেতে চাইলে তার কাছে ২০০ টাকা ভাড়া চাওয়া হয়েছে।
সাভারের অদূরে হেমায়েতপুরগামী যাত্রী বাবুল হোসেন অভিযোগ করেন, নীলাচল পরিবহনের স্টাফ তার কাছে ভাড়া চেয়েছেন ২০০ টাকা।
যাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক এসএম ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন পরিবহনের বাসকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে জরিমানাও করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স না থাকায় একজন বাস চালককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে যাত্রীদের সুরক্ষার কাজ অব্যাহত রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি